আমাদের সিলেট ডটকম:
সিলেট-২ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, জাতীয় পার্টি প্রতি হিংসার রাজনীতি কোনোদিন করেনি। জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতি করেছে। পলৱীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ শানি-র রাজনীতিতে বিশ্বাসী। সাবেক এই রাষ্ট্রপতি ৯ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকতে দেশের উন্নয়ন আর মানুষের কল্যানে কাজ করেছেন। একই ভাবে বর্তমান বিরোধী দলীয় নেত্রী ফাষ্ট লেডি রওশন এরশাদও সংসদে দেশের উন্নয়নের কথা বলেন। জাতীয় পার্টি দেশের মানুষের কল্যাণে কাজ করে তাই মানুষ জাতীয় পার্টিকে হৃদয় থেকে ভালবাসে। মানুষ জাতীয় পার্টিতে বিভিন্নদল থেকে যোগদান করছে। দেশের মানুষ প্রমান করছে এই দেশে জাতীয় পার্টির বিকল্প নেই।
তিনি শনিবার বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ড জাপার উদ্যেগে যোগদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা জাপার সিনিয়র নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান মুশারফ হোসেন সভাপতিত্বে ও ইউনিয়ন জাপার সভাপতি আজাদ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি হাজী শিতাব আলী, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, আবুল খায়ের মেম্বার, আশরাফ আলী, জয়নাল আবেদিন, সুমন আহমদ সুনন।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাপা নেতা, ফির্বজ আলী, শাহিন আহমদ, আব্দুল, প্রদিপ চন্দ, অমর আব্দুল বারি, সালেহ আহমদ, লাখন, জয়নাল, শিপু, অরুন চন্দ্র দেব প্রমুখ।
যোগদান অনুষ্টানে বিভিন্নদল থেকে শতাধিক নেতাকমী গতকাল জাপায় যোগদান করেন। এমপি ইয়াহ্ইয়া চৌধুরী তাদেরকে ফুলদিয়ে বরন করেন।
যোগদানকারীরা হলেন, লোকমান আলী, রামচন্দ্র, রহিম, র্বমেল, জুনেদ, লিটন, আপন সরকার, মহরম, রাকিব, তাহের, তইওব, আফর্বজ, আরশ আলী, জিলু, আজাদ, জরিদ, রফিক, জসিম, দুলু, মস্তফা, ময়না মিয়া, আক্তার আলী, নূর আলী, এমরান, শুকুর, আব্দুর আলী, বেলাল, আরশ আলী (২), নজর্বল ইসলাম, নাসির আব্দুর রব, আব্দুর রউফ, দাদন, আশিক, সালেক, কয়েছ, গোলাব, জসিম, জুলু, আফজাল, র্বহেল, মাসুম প্রমুখ।
বিশ্বনাথে যোগদান অনুষ্ঠানে এমপি ইয়াহইয়া মানুষ জাপাকে হৃদয় থেকে ভালবাসে
Saturday, September 27, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment