দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে নিবন্ধন শুরু

Monday, September 22, 2014

আমাদের সিলেট ডটকম: জেলার ঐতিহ্যবাহী দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদেও মধ্যে শুরু হয়েছে নিবন্ধন। গতকাল সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম শুরু করেন, উদযাপন কমিটির আহবায়ক অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র ও শিক্ষক দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শতবর্ষ উদযাপন কমিটির প্রথম আহবায়ক আলহাজ আব্দুল কুদ্দুস, কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলতাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান, কমিটির সদস্য সচিব বিদ্যালযের প্রধান শিক্ষক সব্যসাচি দাস, কমিটির উপদেষ্ঠা রনদা প্রসাদ রায় চৌধুরী, সনঞ্জয় কুমার দাস, প্রচার উপকমিটির আহবায়ক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, দিরাই প্রেসক্লাবের সভাপতি মোঃ শামসুল আলম, সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জুবের সরদার দিগন্ত, নিবন্ধন উপকটিরি আহবায়ক আব্দুল মতিন সরদার, অর্থ উপকমিটির আহবায়ক মজর উদ্দিন, তথ্য প্রযুক্তি উপকটিরি আহবায়ক শাহীন মিয়া, সিরাজ দৌলা, ধনির রায়, হুমাউন কবির তালুকদার, জসিম উদ্দিন, মলন মিয়া প্রমুখ।

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান বলেন, ২০১৫ সালে আমাদের এই ঐতিহ্যবাহী বিদ্যালয় শতবর্ষে পা দিচ্ছে। শতবর্ষের স্মৃতিকে অমলান করতে ওই বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র, শিক্ষক ও দিরাই উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন দিয়ে ওই বিদ্যালয়ের তিন জন সাবেক ছাত্র ও শিক্ষকসহ পাঁচ জনকে আহবায়ক কওে ১২৮ সদস্য বিশিষ্ট শতবর্ষ উদযাপন কমিটি গঠন করা হয়েছে। ছয়টি উপকমিটি গঠন করা হয়েছে। আরো কয়েকটি উপকমিটি গঠন করা হবে। কমিটির আহবায়ক আলহাজ আব্দুল কুদ্দুস, আলতাব উদ্দিন, হাফিজুর রহমান তালুকদার বলেন, আমরা তিন জনই এই স্কুলের ছাত্র এবং ওই বিদ্যালয়ে শিক্ষকতা করেছি। ওই বিদ্যালয়ের সাথে রয়েছে আমাদের আত্মার সম্পর্ক, বিদ্যালয়ের প্রতিটি জায়গায় রয়েছে আদাদের শৈশবের অনেক স্মৃতি। দিরাইবাসী আমাদের উপর যে মহান দায়িত্ব দিয়েছেন তা যেন আমরা নিষ্টার সাথে পালন করতে পারি। ঐতিহ্যবাহী বিদ্যালয়ের শতবর্ষ পালনে আমরা সকলের সহযোগীতা চাই।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License