আমাদের সিলেট ডটকম:
ছাতকে এক দোকান কর্মচারী তার বন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার গভীর রাতে উপজেলার ভাঁতগাও ইউনিয়নের আনুজানি গ্রামে। হত্যার পর ঘাতক সফর দোকান তালাবদ্ধ করে পালিয়ে যায়। এব্যাপারে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে তার স্ত্রীকে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আনুজানি পয়েন্টে গ্রামের জয়নাল আবেদীনের মোরগের দোকানে শ্রীরামপুর গ্রামের মনুহর আলীর পুত্র সফর আলী (৩০) কর্মচারী হিসেবে কাজ করছে। গত রোববার সন্ধ্যায় কর্মচারী সফর আলীর খুঁজে আনুজানি পয়েন্টে আসে তার বন্ধু জনৈক তছগীর (৩০)। সে কালিগঞ্জের গয়াছ লন্ডনীর ভাতিজা বলে জানা গেছে। সফর বন্ধুকে নিয়ে দোকান মালিক জয়নালের বাড়ীতে রাতের খাবার-দাবার শেষে দু’জন দোকানে ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে টাকার লেনদেন সংক্রান্ত বিষয়ে সফর তার বন্ধু তছগীরকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। তছগীরের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম রয়েছে বলে জানাগেছে। পুলিশ ঘাতকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে আসে। এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, এ মর্মান্তিক ঘটনাটি টাকা লেনদেনের বিষয় নিয়ে ঘটতে পারে। ইউপি চেয়ারম্যান আওলাদ আলী মাষ্টার জানান, তছগীর হত্যার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। ওসি শাহজালাল মুন্সি জানান, আনুজানি এলাকায় একটি হত্যার ঘটনা ঘটেছে। তবে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। নিহত তছগীরের লাশ সুরতহাল রিপোর্টের জন্যে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
ছাতকে দোকান কর্মচারী খুন করলো বন্ধুকে
Monday, September 22, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment