ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

Tuesday, September 23, 2014

আমাদের সিলেট ডটকম:

নতুন কমিটি নিয়ে সিলেট জেলা ও মহানগর বিবদমান দু’গ্র্বপের সংঘর্ষ ও ককটেল বিষ্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার ছাত্রদলের ১৩ নেতাকর্মীর রিমান্ড শুনানি মঙ্গলবার শেষ হয়েছে। শুনানিতে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আমলী আদালতের বিচারক মোছাম্মত ফারহানা ইয়াসমিন সকাল সাড়ে ১০টার দিকে রিমান্ড আবেদন খারিজ করে তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত শনিবার মামলার তদন-কারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সিলেট জেলা ছাত্রদল সভাপতি এডভোকেট সাঈদ আহমদসহ (৩৭) আটক ১৩ নেতাকর্মীকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানান। সোমবার আদালতে তাদের রিমান্ড শুনানীর কথা থাকলেও হরতালের কারণে তা হয়নি।

নবকমিটি জেলা ছাত্রদলের সভাপতি সাঈদসহ গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ছাত্রদল নেতা সুমিন আহমদ চৌধুরী (২৭), জিয়াউর রহমান রুমেল (২৯), রেজওয়ান হোসেন (২৩), আহমদ জাকি (২৬), মো. মিজান আহমদ (২৫), মাছুম আহমদ (২৬), সাওয়াল ওরফে সাগর (১৮), আলী আকবর রাজন (২৭), আক্তারুজ্জামান চৌধুরী (২৩), আফজাল হোসেন (২৩), মো. ফয়েজ আহমদ (২৭) ও রাইসুল ইসলাম সনি (২৭)।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License