আমাদের সিলেট ডটকম:
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে শনিবার দুপুরে সিলেট নগরীর ৪২টি সার্বজনীন পূজামণ্ডপ কর্তৃপক্ষের কাছে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে অনুদান প্রদান করছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। নগর ভবনের সভাকক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে শনিবার বিকেলে আয়োজিত মতবিনিময় শেষে পূজামণ্ডপগুলোর কর্তৃপক্ষের হাতে অনুদানের অর্থ তুলে দেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় সিটি মেয়র তার ব্ক্তব্যে বলেন, অসামপ্রদায়িক চেতনার তীর্থস’ান সিলেট। দুর্গোৎসব এবং পবিত্র ঈদ-উল আযহা কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হওয়ায় অসামপ্রদায়িক চেতনাকে ধারণ করে এবারও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দু’টি ধর্মীয় উৎসব উদযাপন করা হবে বলে তিনি প্রত্যাশা করেন। শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তিনি সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি মনিটরিং সেল ও মেডিকেল টিম গঠনের কথা জানান।
দুর্গোৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিসি’তি, নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ, ট্রাফিক ব্যবস’া এবং ফায়ার সার্ভিসকেও সতর্কতামূলক এবং বিশেষ ব্যবস’া গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহবান জানান তিনি। এছাড়াও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনাক্রমে রামকৃষ্ণ মিশনের কাছাকাছি জায়গায় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘মিশন চত্ত্বর’ নামের একটি চত্বর করার ঘোষনাও দেন মেয়র।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী চন্দ্রনাথানন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিরাজ মাধব চক্রবর্ত্তী মানস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রজত কানি- গুপ্ত।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপসি’ত ছিলেন সকল ওয়ার্ডের কাউন্সিলর এবং নগরভবনের সকল প্রকৌশলীবৃন্দ।
নগরীর ৪২টি পূজামণ্ডপে অনুদান দিলো সিসিক
Saturday, September 27, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment