কলকাতার ভুল ছাপা কুরআন শরীফ বাজেয়াপ্তের দাবি ১০ মাদ্রাসা প্রধানের

Thursday, September 25, 2014

আমাদের সিলেট ডটকম:

প্রচ্ছদে কলকাতার ছাপা উল্লেখিত এবং নিউ এমদাদীয়া প্রকাশনী ঢাকা থেকে পরিবেশিত “ছহীহ নূরানী কোরআন শরীফে’’ মুদ্রণজনিত ভুলে ভরপুর থাকায় ঐ সমস্ত কোরআন শরীফ (কলকাতার ছাপা) বাজেয়াপ্তের দাবী জানিয়েছেন সিলেটের ১০ মাদরাসা প্রধাজন ও বিশিষ্ট উলামায়ে কেরাম।

এক যুক্ত বিবৃতিতে মাদরাসা প্রধান ও উলামায়ে কেরামগণ বলেন, মহাগ্রন্থ আল কুরআনে কোন ভুল নেই। মহিমাময় আল্লাহ তা’য়ালা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, পবিত্র কোরআনে কোনো প্রকার ভুল ও সন্দেহের অবকাশ নেই। সুতরাং সিলেটের একাধিক লাইব্রেরী ও কুতুবখানাতে পাওয়া ভুল ছাপার দায়ে ‘কলকাতার ছাপা’ কোরআন শরীফ দ্রæত বাজার থেকে অপসারণ ও বাজেয়াপ্ত করার দাবী জানাচ্ছি আমরা। পাশাপাশি এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টিও কামনা করছি।

বিবৃতিদাতারা হচ্ছেন- বিয়ানীবাজার মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মাওলানা আশরাফ আলী মিয়াজানী, মদিনাতুল উলূম খরিলহাট মাদ্রাসার মুহাদ্দিস মুফতী জামাল উদ্দিন, রাজারগাঁও টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী সামছুল ইসলাম, শিক্ষা সচিব ও জমিয়ত নেতা মুফতী এহসান উল্লাহ, মাদারীস আল হারামাইন সিলেটের প্রিন্সিপাল ও জেলা ইসলামী ঐক্যজোট সভাপতি মাওলানা আছলাম রাহমানী, দারুস সালাম মাদ্রাসার শিক্ষক ও খেলাফত মজলিস নেতা মাওলানা মাশুক আহমদ সালামী, শেরপুর মাদ্রাসার মুহতামীম মাওলানা উবায়দুল্লাহ জহির, রাওজাতুল ইসলাম চাক্তা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাসউদ আজহার, জামিয়া নাজাতুল উম্মাহ বালুচরের প্রিন্সিপাল মাওলানা তোফায়েল আহমদ উসমানী, শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার প্রিন্সিপাল সৈয়দ ছালিম কাসেমী, জামেয়া হেদায়াতুল ইসলাম সিলেটের প্রিন্সিপাল মুফতী মুুতিউর রহমান, দারুল উলূম ইন্টারন্যাশনাল সিলেটের পরিচালক মাওলানা রেজাউল কারিম, মাদরাসাতুল মদিনা সিলেটের শিক্ষক মাওলানা লোকমান হাকিম, চরিয়া পাঞ্জেপুরী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওয়াহিদ, করিমিয়া শাহপরাণ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হিফজুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম কোম্পানীগঞ্জের সেক্রেটারী রোটারিয়ান মাওলানা মোহাম্মদ আলী, যুবনেতা হাফিজ মোঃ শাহ আদনান, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, ছাত্রনেতা ফুজায়েল আহমদ, হাফিজ শাহেদ আহমদ, হলদিপার বড়লেখা মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা আব্দুল বারী, হাফিজ আব্দুল করিম দিলদার প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License