নিজস্ব প্রতিবেদক : ছাত্রদলের নবগঠিত (কেন্দ্র থেকে গঠন করে দেয়া) সিলেট জেলা ও মহানগর কমিটির কর্মকর্তা নির্ধারিত কর্মসূচি অনুসারে রবিবার ২১ সেপ্টেম্বর হযরত শাহজালালের (র) মাজার জিয়ারত করতে যাননি।
ছাত্রদল সূত্রে জানা গেছে, বাদ জোহর জেলা ও মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটি দুটির কর্মকর্তাদের মাজার জিয়ারতে যাবার কথা ছিল; কিন্তু এ খবর জানতে পেরে দুপুর থেকেই সংগঠনের বিক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরা হযরত শাহজালালের (র) দরগায় জড়ো হয়ে থাকেন। অনেকটা মাজার ঘেরাও করে রাখার মতো অবস্থা দাঁড়ায়। এ কথা জানতে পেরে অবাঞ্চিত ঘোষিত কর্মকর্তারা মাজার জিয়ারতে যাওয়া থেকে বিরত থাকেন।
এ সময় হযরত শাহজালাল (র) মজার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, নবগঠিত জেলা সিনিয়র সহ সভাপতি আহমদ চৌধুরী ফয়েজ, নবগঠিত মহানগর সিনিয়র সহ সভাপতি মাহফুজুল করিম জেহিন, জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদ, মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সমাজসেবা সম্পাদক রেজাউল করিম নাচন, নবগঠিত জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছ মুন্না, সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পান্না, অর্জন ঘোষ, লোকমান আহমদ, আবু আনসারী, লিটন আহমদ, সাহেদ আহমদ, হানুর ইসলাম ইমন, সুচিত্র চৌধুরী বাবলু, সাবের হোসেন, আমিনুর রহমান আমিন, নাসির উদ্দিন রহিম, জুয়েদ আহমদ, শিহাব খান, নজমুল ইসলাম, সুমন আহমদ, শাহিন আহমদ ও এম. এন তানভীর সহ কয়েকশ তূণমূল নেতাকর্মী।
No comments:
Post a Comment