বড়লেখার দক্ষিণভাগ হাইস্কুলের শিক্ষক-কর্মচারীদের ৮ মাস ধরে বেতন-ভাতার বেসরকারি অংশ বন্ধ

Thursday, September 25, 2014


বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বেসরকারি অংশ দীর্ঘ ৮ মাস ধরে বন্ধ রয়েছে।

এই পাওনার দাবিতে বিদ্যালয়ের ১৬ জন শিক্ষক-কর্মচারী কর্মবিরতি পালন করছেন; কিন্তু তাদের কর্মবিরতিকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহিরাগত দুই শিক্ষক দিয়ে ক্লাস চালানোয় শিক্ষক-কর্মচারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের অনাগ্রহ আর মামলা-মোকদ্দমার কারণে গত পাঁচ বছরেও এনসিএম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ৫টি শূন্যপদ পূরণ করা হয়নি। এতে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ বছরের জানুয়ারি মাসে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে জটিলতা সৃষ্টি হলে বিষয়টি আদালতে গড়ায়। এর পর থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বেসরকারি অংশ বন্ধ হয়ে আছে।






Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License