আমাদের সিলেট ডটকম: শেখঘাট পঞ্চায়েত কমিটি ও কাজির বাজার মৎস্য আড়ৎদার কল্যাণ সমবায় সমিতি যৌথভাবে গতকাল রোববার রাতে হাফিজ কমপ্লেক্সে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। অর্থমন্ত্রী নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং কাজির বাজার মৎস্য আড়ৎ পূর্বের স্থানে ফিরিয়ে আনার আশ্বাস দেন। মন্ত্রী শেখঘাট পঞ্চায়েত কমিটির বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, শেখঘাট পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব শফিক উদ্দিন আহমদ, সেক্রেটারী হাজী হেলাল উদ্দিন আহমদ, কাজিরবাজার মৎস্য আড়ৎদার কল্যাণ সমিতির সভাপতি হাজী মিছবাহ উদ্দিন, সেক্রেটারী হাজী জাহাঙ্গীর আলম, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সিকন্দর আলী, সাবেক কাউন্সিলর আজহার উদ্দিন জাহাঙ্গীর, মুহিবুর রহমান, জমির উদ্দিন, নজরুল হক জাহাঙ্গীর, জুবের আহমদ, আব্দুল মতিন, খুরশিদ আলম, আবুল খয়ের, আজিজুল হক মঞ্জু, হাজী আমির উদ্দিন, মঞ্জুর আহমদ, হাজী ফয়জুল হক, সিরাজুল হক, কবির আহমদ শিপু, হাজী মখলিছ মিয়া, হোসেন আহমদ, আব্দুস সামাদ মান্না, আব্দুল হাই টিপু, কোরবান আলী প্রমুখ। মতবিনিময় সভার শুরুতে শেখঘাট পঞ্চায়েত কমিটি ও কাজির বাজার মৎস্য আড়ৎদার কল্যাণ সমবায় সমিতির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অর্থমন্ত্রীকে স্বাগত জানান নেতৃবৃন্দ।
অর্থমন্ত্রীর সাথে শেখঘাট পঞ্চায়েত কমিটি ও কাজির বাজার মৎস্য আড়ৎদার সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়
Sunday, September 21, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment