আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে একটি ব্যবসা প্রতিষ্টানে তালাবদ্ধকে কেন্দ করে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে না আনলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতো। এমন আশঙ্কা বাজারের ব্যবসায়ীদের।
জানা গেছে, জগন্নাথপুর বাজারের টি এন্ড টি রোডে ছাজনা ফ্যাশন নামের একটি ব্যবসা প্রতিষ্টান রয়েছে। ব্যবসা প্রতিষ্টানের মালিক বাগময়না গ্রামের শায়েক মিয়া মার্কেটের মালিক হবিবপুর কিশোরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী লেবু মিয়ার কাছ থেকে ২ বছরের জন্য দোকান কোঠা ভাড়া নেন। কিন্তু ২ বছর অতিবাহিত হলেও দোকান কোঠা ছেড়ে না যাওয়া নিয়ে মার্কেটের মালিক লেবু মিয়া ও ভাড়াটে শায়েক মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে।
এ ব্যাপারে মার্কেটের মালিক পক্ষ জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগের আলোকে গতকাল রোববার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় মালিক পক্ষ দোকানের সাটারে তালা ঝুলিয়ে দেন। পরে বাজার সেক্রেটারী দিলোয়ার হোসেন উক্ত তালা কেটে ফেলেন। খবর পেয়ে মালিক পক্ষ আবার তালা ঝুলিয়ে দেয়াকে কেন্দ করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আবার থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এস আই আব্দুল কাদের জানান, বিষয়টি আগামী ২৮ সেপ্টেম্বর নিস্পত্তি হওয়ার কথা রয়েছে।
জগন্নাথপুর বাজারে দোকান নিয়ে উত্তেজনা
Sunday, September 21, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment