লোভে পড়ে কিছু লোক দল ছেড়ে চলে গেলেও জোট ভাঙেনি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের অনেক মানুষই লোভী। আমাদের দলের অনেক লোকও লোভী। লোভে পড়ে কিছু লোক দল ছেড়ে চলে গেলেও আমাদের জোট ভাঙেনি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতায়তাবাদী বাস্তুহারা দলের জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। ‘লোভী নেতাদের’ উদ্দেশ্য করে তিনি বলেন, এরা আদর্শ বিচ্যুত। মূল স্রোত থেকে এরা হারিয়ে যায়। তবে মূল স্রোত কখনও হারায় না। যারা চলে গেছে তারাই একসময় হারিয়ে যাবে। এতে মূল স্রোতের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না আমাদের জোটের। সম্মেলনে সভাপতিত্ব করেন বাস্তুহারা দলের সভাপতি মুক্তিযোদ্ধা শরীফ হাফিজুর রহমান টিপু। মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা যেন সত্য কথা না লিখতে পারে সেজন্য জাতীয় সম্প্রচার নীতিমালা করা হয়েছে। সরকার সম্প্রচার ভীতি তৈরি করেছে। বিচার ব্যবস্থাও যেন তাদের কথায় চলে সেজন্য বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে নেওয়া হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment