রাজনৈতিক প্রতিহিংসায় ডাকাত সাজিয়ে ২৩ দিন হাজতবাস

Saturday, September 27, 2014

আমাদের সিলেট ডটকম:

রাজনৈতিক প্রতিহিংসা ও গ্রাম্য শত্রুতার জের ধরে নবীগঞ্জের লিটন দেব নামের এক যুবকের ২৩দিন হাজতবাস। ষড়যন্ত্রমূলক ডাকাতি মামলায় আসামী হয়ে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লিটন দেব (২৮) কে একই এলাকার মুড়াউড়া গ্রামের আছকির আলীর বাড়িতে সৃষ্ট ডাকাতির ঘটনার মামলার সাথে মিথ্যা বানোয়াটভাবে জড়িত করার অভিযোগ করেন লিটন দেব। ওই ঘটনায় স’ানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পন-রিষদ এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। জানাযায়, উপজেলার ওই ইউনিয়নের মুড়াউড়া গ্রামের রমাকান্ত দেবের পুত্র স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী লিটন দেবকে গত ৪ এপ্রিলে ওই গ্রামের আছকির আলীর বাড়িতে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হওয়ায় প্রতিহিংসা মূলক ভাবে ওই গ্রামের একটি প্রভাবশালী মহল নিরপরাধ লিটন দেবকে ষড়যন্ত্রমূলক ভাবে জড়িয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় লিটকে জড়ানোর ফলে উপজেলার রাজনৈতিক অঙ্গন সহ সনাতন ধর্মালম্বীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে।

এক পর্যায়ে প্রায় ২৩দিন হাজতবাস শেষে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে শনিবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের নিকট উপরোক্ত কথাগুলো জানান, তিনি আরো বলেন, তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী কোন অনৈতিক কার্যকলাপে কখনো সে জড়িত নয়। তার বিরোদ্ধে একটি প্রভাবশালী কু-চক্রি মহল ষড়যন্ত্র করে উক্ত ডাকাতির মামলায় তাকে ফাসানোর চেষ্টা চলছে। অতীতে তার বিরোদ্ধে থানায় মামলাতো দূরের কথা একটি জিডি এন্ট্রি পর্যন- নেই। ওই মামলার প্রেক্ষিতে অসহায় লিটন দেবের আর্থিক, শারিরিক ও মানষিক ভাবে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছেন।

এর ফলে উপজেলা চেয়ারম্যান আলমগাীর হোসেন চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংঘটনের নেতৃবৃন্দ। অপরদিকে নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের গোবিন্দ জিউর আখড়ায় এক সাধারন সভায় উক্ত ঘটনায় লিটন দেবকে জড়িয়ে ডাকাতি মামলার আসামী করে জেল হাজত কাটানোর দায়ে এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু মিহির রায়, পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, অশোক তরু দাশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু দাশ রানা প্রমূখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License