আমাদের সিলেট ডটকম:
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২’শ ৫৩ হজযাত্রী যাত্রা করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ বিমানযোগে তারা যাত্রা করেন। ২’শ ৫৩ জন হজযাত্রীই হলেন, নগরীর পূর্ব ধোপাদিঘির পাড়স’ আল ইহ্সান ট্রাভেলস্ এর যাত্রী।
তাদের যাত্রাকালে সিলেট ওসমানী আন-র্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী, আল ইহ্সান ট্রাবেলস্ এর ব্যবস’াপনা পরিচালক মাহমুদ সোয়াইব, পরিচালক সহল আল রাজি চৌধুরী, সাদি চৌধুরী, সাংসদ ইয়াহ্ইয়া চৌধুরীর ব্যক্তিগত প্রেস-সচিব নুর্বল হক শিপু, ট্রাভেলস্ এর হজ ম্যানেজার এনায়েত চৌধুরী, জেনারেল ম্যানেজার জিয়া উদ্দিন প্রমুখ।
বিমানবন্দরে মোনাজাত পরিচালনা করেন আল ইহ্সান ট্রাবেলস্ এর ব্যবস’াপনা পরিচালক মাহমুদ সোয়াইব।
এ সময় সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনার জন্য হজযাত্রীদের কাছে দোয়া কামনা করেন।
শুক্রবার সিলেট থেকে আড়াই শ’ যাত্রীর হজযাত্রা
Friday, September 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment