কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জে হুজি নেতার হাজিরা

Wednesday, September 24, 2014

আমাদের সিলেট ডটকম:

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় গ্রেফতার হরকাতুল জিহাদ নেতা শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমানকে আদালতে হাজির করা হয়েছে। বুধবার কাশিমপুর কারাগার থেকে তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া বেগমের আদালতে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে নিয়ে আসা হয়।

এর আগে ১৬ সেপ্টেম্বর তাকে শ্যোন এরেস্ট করা হয়। এর প্রেক্ষিতে ধার্য্য তারিখ অনুযায়ী তাকে বুধবার আদালতে আনা হয়। একই সময় মামলার নিয়মিত হাজিরা দেয় উচ্চ আদালতের নির্দেশে জামিনে থাকা প্রথম দফার চার্জশীটভুক্ত আসামী জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদ নেতা জয়নাল আবেদীন, জমির আলী, জয়নাল আবেদীন মমিন, তাজুল ইসলাম ও সাহেদ আলী। একই চার্জশীটের আসামী ওই সংগঠনের কেন্দ্রীয় নেতা আব্দুল কাইয়ূম, আয়াত আলী ও মোঃ সেলিম আহমেদ হাজিরার জন্য সময় চায়। শুনানী শেষে বিচারক আগামী ২ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। বাদিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আলমগীর ভূঁইয়া বাবুল। তিনি বলেন, অনেক প্রতিকূলতার মধ্যে দায়িত্ববোধ থেকে মামলার আইনজীবী হিসেবে নারাজি দিয়েছিলাম। এর প্রেক্ষিতেই বর্তমানে পূণঃতদন- হচ্ছে। এতে অনেক নতুন তথ্য উদঘাটন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আমি প্রত্যাশা করি।

হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ২০০৫ সালের ২৭ জানুয়ারী সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, স’ানীয় আওয়ামী লীগ কর্মী আবুল হোসেন, সিদ্দিক আলী ও আব্দুর রহিম নিহত হন। হামলায় আহত হন জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক বর্তমানে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির, সাংগঠনিক সম্পাদক রাজন চৌধুরীসহ ৭০ জন আওয়ামী লীগ নেতাকর্মী। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক বর্তমানে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বাদি হয়ে হবিগঞ্জ সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেন। দু’দফা তদন- শেষে বর্তমানে মামলাটি তৃতীয় দফায় তদন- করছেন সিআইডির সিলেটের এএসপি মেহেরুন্নেছা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License