চুনারুঘাটে নিউমোনিয়ায় আক্রান্ত ২৬ শিশু হাসপাতালে

Sunday, September 21, 2014

আমাদের সিলেট ডটকম:

হবিগঞ্জের চুনারুঘাটে নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এর ফলে উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৪০জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার হাসপাতালের বেডে কমপক্ষে ২৫জন শিশুর চিকিৎসা দেওয়া হয়েছে। প্রচন্ড গরমের পর হঠাৎ বারী বৃষ্টিতে আবহাওয়ার পরিবর্তনই এ নিউমোনিয়ার মূল কারণ বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

হাসপাতালে ভর্তিকৃতরা হল ভোলারজুম গ্রামের সাইদুর রহমান (৩মাস), মুখীপুর গ্রামের সোহাগ (১৮ মাস), হুরপাড়া গ্রামের মাহিন (৬ মাস), পাকুড়িয়া গ্রামের আজগর (৫ বছর), সাটিয়াজুরী গ্রামের বেবী (১ দিন), রূপসপুর গ্রামের সবুজ (৩ মাস), হিমালিয়া গ্রামের তামান্না (৩ মাস), ফুলপুর গ্রামের নুসরাত (৮ মাস), বড়জুষ গ্রামের তানবীর (২ মাস), রাণীগাঁও গ্রামের তোফা (১১ মাস), বড়াব্দা গ্রামের মিহা (৯ মাস), জারুলিয়া গ্রামের মাহিয়া (২ মাস), কালিকাপুর গ্রামের নিফা (৩ বছর), মিরাশী গ্রামের সুমাইয়া (২মাস), গোগাউড়া গ্রামের সায়েম (৬ মাস), হুরারকুল গ্রামের নাঈম ( ১ বছর), বগাডুবি গ্রামের তানিম (৫ মাস), কেউন্দা গ্রামের রিমি (৩ বছর), পাকুড়িয়া গ্রামের রুমা (৩ মাস)। এ ব্যাপারে হাসপাতালের আরএমও ডাক্তার এমএইচআই মামুন বলেন, গত কয়েক দিনের গরমের পর হঠাৎ করে ভারী বৃষ্টি হওয়ায় শিশুদের মাঝে এ রোগের সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সবধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License