সিলেট ছাত্রদলের বিবাদ আজ দেখা হচ্ছে বন্ধু রাজপথে!

Friday, September 26, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট ছাত্রদলের নবকমিটি নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলার অবসান হয় নি। সিলেট জেলা ও মহানগর নবগঠিত কমিটি শুক্রবার রাতে তাদের প্রথম সভা করে সিদ্ধান্ত নেয়- ২ ইস্যুতে শনিবার দুপুরে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে মিছিল বের করবে। এদিকে, এ খবর শুনে বিদ্রোহীরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন- তারাও মাঠে থাকবেন যাতে নতুন কমিটি কোনো কর্মতৎপরতা না দেখাতে পারে। এ অবস্থায় সংঘাত-সংঘর্ষের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দুপক্ষই নিয়েছে রণপ্রস্তুতি।

এদিকে ছাত্রদলের দু’পক্ষের সাথে কথা বলে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানাতে ও নিখোঁজ ইলিয়াস আলীকে ফেরত চেয়ে শনিবার দুপুরে নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে মিছিল বের করবে জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। শুক্রবার রাতে নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নগরীর মিরাবাজারে সভা করে এ সিদ্ধান্ত নেন। এ কর্মসূচির জন্য তারা পুলিশের কাছ থেকে অনুমতিও নিয়েছে। অন্যদিকে, পদবঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা একই সময়ে রেজিস্ট্রি মাঠ ও কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। তারা এ সময় দুই ভাগে বিভক্ত হয়ে শোডাউন করবেন। এজন্য তারাও মহানগর পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছেন বলে দাবি করেছেন। এ পাল্টাপাল্টি শোডাউনকে কেন্দ্র করে উভয়গ্রুপের নেতাকর্মীদের মধ্যে শুক্রবার রাত থেকেই উত্তেজনা বিরাজ করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

তবে এসএমপি সূত্রে জানা গেছে, মিছিল-শোডাউন করার জন্য ছাত্রদলের কোনো পক্ষকেই অনুমতি দেয়া হয় নি। এ অবস্থায় পর্যাপ্ত পুলিশ মাঠে থাকবে এবং সব ধরনের সহিংসতা ঠেকাতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

উল্লেখ্য, শুক্রবার রাতে নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নগরীর মিরাবাজারের সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবদুল আহাদ খান জামাল। তিনি তার বক্তব্যে নবকমিটিকে আন্দোলন-সংগ্রাম সহ সকল কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি বাড়াবাড়ি করলে বিদ্রোহীদের অবাঞ্চিত ঘোষণার হুশিয়ারিও উচ্চারণ করেন তিনি। এ নিয়ে বিদ্রোহী ছাত্রদল অংশে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License