সিলেট ছাত্রদলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা: ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হচ্ছে আজ ॥ বিকেলে বিদ্রোহীদের সভা

Monday, September 22, 2014

আমাদের সিলেট ডটকম:

দীর্ঘ ১ যুগে সরকার বদল হতে পারে ২ বার। কিন্তু বিকল পেন্ডুলামে থেমে ছিলো সিলেট ছাত্রদলের জেলা ও মহানগর শাখা কমিটি। এ দুই গুরুত্বপূর্ণ কমিটি নামসর্বস্ব থাকায় নগরীসহ বৃহত্তর সিলেটের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রদলের কমিটি হয়ে আছে নড়বড়ে। আন্দোলন-সংগ্রামে বিগত জেলা ও মহানগরসহ কমিটিগুলোর ছিলো না কোনো কর্মতৎপরতা।

অবশেষে যখন এক যুগ পরে গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার কেন্দ্র কমিটি কর্তৃক সিলেট জেলা ও মহানগর শাখা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদসর্বস্ব কমিটি ঘোষণা করা হলো তখনই চরম আকার ধারণ করলো অভ্যন্তরীণ কোন্দল। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকগণের মন্তব্য- ‘সিলেট ছাত্রদলের ভবিষ্যৎ কোনপথে?’

এদিকে, সিলেট ছাত্রদলের বিদ্রোহী নেতাকর্মীদের ৭২ ঘন্টার আলটিমেটাম শেষ হচ্ছে আজ মঙ্গলবার। এরই মধ্যে কর্মীসভা আহবান করেছে সদ্য-ঘোষিত জেলা ও মহানগর কমিটি প্রত্যাখ্যানকারী ছাত্রদল নেতারা। মঙ্গলবার বিকেল ৩ টায় নগরীর কুমারপাড়াস’ মালঞ্চ কমিউনিটি সেন্টারে কর্মী সভার আয়োজনের মাধ্যমে তারা গণ-পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ সভায় কী সিদ্ধান্ত বা কর্মসূচি আসছে সে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সংশিৱষ্টরা। সিলেট ছাত্রদলের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত তারা।

উল্লেখ্য, শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে সদ্য ঘোষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বাতিলে ৭২ ঘন্টার আলটিমেটাম দেন পদ-বঞ্চিতরা। অন্যথায় গণ-পদত্যাগের হুমকি দেওয়া হয়।

এ প্রসঙ্গে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক রেজাউল করিম নাচন সাংবাদিকদের জানান, মঙ্গলবার ৭২ ঘন্টার আলটিমেটাম শেষ হচ্ছে। তাই বিকেল ৩ টায় কর্মী সভার মাধ্যমে সব নেতাকর্মীদের পদত্যাগের আহবান জানানো হয়েছে। তিনি আরও বলেন,স্থানীয় জেলা ও মহানগর বিএনপির নেতারাও নবগঠিত কমিটির বিরুদ্ধে। তারা শুরু থেকেই আমাদের পক্ষে রয়েছেন। তাছাড়া ঘোষিত কমিটির ৮জন নেতা পদ-বঞ্চিতদের সঙ্গে একাত্মতা পোষণ করে পদত্যাগ করবেন।

এদিকে গণ-পদত্যাগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও সকলকে আহবান জানিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী। তিনি ফেসবুক আইডিতে লিখেছেন, ‘সদ্য ঘোষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পকেট কমিটি প্রত্যাখ্যান করে গণ-পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘এতে সিলেট জেলা মহানগরের আওতাধীন সব কলেজ, পৌরসভা, উপজেলা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীকে গণ-পদত্যাগের জন্য মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর কুমারপারাস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

এ প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নুরুল হক বলেন, ‘আমি অসুস্থ, শয্যাশায়ী। কেন্দ্র কমিটি দিয়েছে, কেন্দ্রই সমস্যার সমাধান করবে।’

সিলেট মহানগর বিএনপির সভাপতি এমএ হক এ বিষয়ে বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার দুপুরের মধ্যেই পদবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে আলোচনায় বসবো।

উল্লেখ্য, শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে সদ্য ঘোষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বাতিলে ৭২ ঘন্টার আলটিমেটাম দেন পদ-বঞ্চিতরা। অন্যথায় গণ-পদত্যাগের হুমকি দেওয়া হয়। এরই জের ধরে সিলেট ছাত্রদলের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। সোমবার সকালে হরতালের সমর্থনে নবগঠিত কমিটির নেতাকর্মীরা মিছিল বের করলে পদ-বঞ্চিতদের হামলার শিকার হন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License