আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজারের কমলগঞ্জের দ্রুত গতিতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে কারের ধাক্কায় মুন্সীবাজার তুষার ফিলিং ষ্টেশনের এক কর্মচারী ও এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহতদের বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস’ল থেকে কারসহ ২জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ২৪ সেপ্টেম্বর বিকালে মদ খেয়ে মাতাল অবস্থায় শমশেরনগর থেকে মৌলভীবাজার যাওয়ার পথে মুন্সীবাজার তুষার ফিলিং ষ্টেশন এলাকায় আসার পর প্রাইভেট কার (মৌলভীবাজার ক-১১-০০২৭) নিয়ন্ত্রন হারিয়ে ফিলিং ষ্টেশনের কর্মচারী মুন্সীবাজার এলাকার গোপাল দত্ত (২৮) ও কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের সম্মুখে সাইকেল মেইকার নয়ন রায়কে ধাক্কা দিলে গুরুতর আহত হন। আহত অবস’ায় তাদেরকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পা ভেঙ্গে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রাইভেট কারসহ ড্রাইভার ও কারে থাক আরোহীকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই লিটন পাল ঘটনাস’লে গিয়ে কারসহ ২জনকে আটক করে থানায় নিয়ে আসেন। কমলগঞ্জ থানার এসআই লিটন ঘটনার সত্যতা স্বীকার করেন। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস’া গ্রহণ করা হবে।
কমলগঞ্জে গাড়ি দুর্ঘটনায় ২ জন আহত ॥ কার জব্দ ॥ আটক ২
Wednesday, September 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment