আমাদের সিলেট ডটকম:
ওসমানীনগরে প্রেমিকার বাড়িতে সিরাজুল ইসলাম (৩২) নামের এক ফ্রান্স প্রবাসী প্রেমিক নিহত হওয়ার ঘটনায় এলাকায় নানা রকমের গুঞ্জনের ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি জুবের আহমদ বৃহস্পতিবার আমাদের সিলেট ডটকমকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখানও কোনো মামলা দায়ের হয় নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উছমানপুর ইউপির ইছামতি গ্রামের সাবেক ইউপি সদস্য মাহমদ আলীর কলেজ পড়-য়া মেয়ে নিলুফা বেগমের সাথে ফেসবুকের মাধ্যমে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ফ্রান্স প্রবাসী সিরাজুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় ১ বছর অনলাইন এবং মুঠোফোনের মাধ্যমে প্রেম করার পর তারা বিবাহ করার সিদ্ধান্ত নেয়। এক পর্যায়ে প্রবাসী সিরাজুল প্রেমিকা নিলুফার বাবাকে বিয়ের প্রস্তাব দিলে তিনিও রাজি হন। কিন’ মেয়ে পক্ষ খোঁজ নিয়ে সিরাজুল দুই সন্তানের জনক জানতে পেরে নিলুফাকে তার কাছে বিয়ে দিতে অসম্মতি জানান।
এদিকে প্রেমের টানে দেশে চলে আসেন সিরাজুল ইসলাম। গত মঙ্গলবার এ বিষয়ে সিরাজ নিলুফাদের বাড়ি চলে আসলে রাত সাড়ে ৮টার দিকে প্রেমিকার পরিবার ‘মেয়েকে অপরহণ চেষ্ঠা’র দাবি তুলে কয়েক জন মিলে গণধোলাই দেন। এসময় প্রেমিকার স্বজনরা অতর্কিত হামলা চালিয়ে ডাকাত বলে চিৎকার করলে গ্রামবাসী ছুটে এসে ডাকাত ভেবে তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে মধ্যরাতে তার মৃত্যু হয়। ঘটনার সময় স্থানীয় জনতা সিরাজুলের সাথে থাকা মোগলাবাজার থানার বারই গ্রামের তাজুল ইসলাম, জালালাবাদ থানার আখালিয়ার কবির আলম, ও গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ গ্রামের লিটনকে একটি নোহাসহ পুলিশের কাছে সোপর্দ করে।
ওসমানীনগরে প্রেমিকার স্বজনদের পিটুনিতে প্রবাসী নিহত ॥ গ্রামজুড়ে আতঙ্ক
Wednesday, September 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment