গ্রাম্য পর্যায়ে নেতৃত্ব বিকাশ ও সমৃদ্ধ দেশ গঠনে সিভিডিপি’র ভূমিকা অপরিসীম – অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

Monday, September 22, 2014

আমাদের সিলেট ডটকম:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, গ্রাম্য পর্যায়ে নেতৃত্ব বিকাশ এবং সমৃদ্ধ দেশ গঠনে সিভিডিপি’র ভূমিকা অপরিসীম। এর মাধ্যমে সদস্যরা যথোপযুক্ত প্রশিৰণ গ্রহণ করে সমাজের সমাজে নিজেদের বিকশিত করে তুলে। এ সমবায়ের মাধ্যমে একজন ব্যক্তি নিজের জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখার সুযোগ লাভ করে। এ জন্য অবশ্যই ব্যক্তিকে সততা যোগ্যতা ও নেতৃত্বের মাপকাঠিতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। তিনি বলেন, প্রশিৰণ উন্নত জীবন গঠনের পূর্ব শর্ত। প্রশিৰণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার প্রাশাপাশি সমাজের কল্যানে ব্যয় করতে হবে। মনে রাখতে হবে, সকলের সম্মিলিত অংশ গ্রহণে দেশ সমৃদ্ধ হয়ে উঠবে। তিনি প্রশিৰণে ধারাবাহিকতা রৰা ও এর যথাযথ মূল্যায়ন দেয়ার আহবান জানিয়ে বলেন, এদেশের মানুষ এখন অনেক সচেতন। সর্বৰেত্রে আধুনিকতার ছোঁয়া পেয়েছে। তাই একে ব্যক্তি এবং সমাজ জীবনে বাস্তবায়িত করতে অধিক প্রশিৰণ গ্রহণে আগ্রহী হতে হবে।

অর্থমন্ত্রী সোমবার দুপুরে খাদিমনগরস’ বিআরডিটিআই অডিটোরিয়ামে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) ২য় পর্যায়, বার্ড এর উদ্যোগে আয় বর্ধনমূলক প্রশিৰণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিৰণার্থীদের মধ্যে সনদপত্র ও সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিভিডিপি’র প্রকল্প পরিচালক আল নূরী ফয়জুর রেজা। সম্মানিত অতিথি হিসেবে উপসি’ত ছিলেন জাতীয় অধ্যাপক ডাঃ সাহলা খাতুন, সাবেক সচিব ড. এ.কে.এম আবদুল মুমিন।

মোছাঃ তামান্না জাহান এ্যানির সাবলিল উপস্থাপনায় বক্তব্য রাখেন বিআরডিটিআই এর পরিচালক এম.এ নেছার হোসেন আজাদ, সিলেট কারিগরি প্রশিৰণ কেন্দ্রের অধ্যৰ প্রকৌশলী মোঃ আব্দুলৱাহ আল হোসেন, সদর উপজেলা প্রকৌশলী এ.এস.এম রাশেদুর রহমান, সিভিডিপি সিলেট সদর উপজেলা প্রকল্পের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফ উলৱাহ। শুর্বতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কারী মোঃ আব্দুল আহাদ। গীতা পাঠ করেন মোহন লাল কর্মকার। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তালুকদারপাড়া সমিতির সদস্য দেলওয়ার হোসেন, খাদিম চা-বাগান সমিতির সদস্য মোহন লাল কর্মকার, কলৱগ্রাম সমিতির সদস্য রহিমা বেগম, শাহপুর সমিতির সদস্য দেলওয়ার হোসেন, খাদিমপাড়া সমিতির সদস্য রোকেয়া বেগম, টুকেরগাঁও সমিতির সদস্য জয়নুল হোসেন, ধনকান্দি সমিতির সদস্য সুহেল আলী প্রমুখ।

অনুষ্ঠানের শুর্বতে প্রধান অতিথিকে সিভিডিপি সিলেট প্রকল্পের পৰ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে সমবায় সমিতির পৰ থেকে কতিপয় দাবীনামা অর্থমন্ত্রী বরাবরে পেশ করেন সদর উপজেলা সিভিডিপি ভুক্ত সমিতির সদস্যরা। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সিভিডিপির বিগত দিনের কার্যক্রম অতিথিবৃন্দের সামনে প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথি সেলাই প্রশিৰণ, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেটর এন্ড এয়ারকন্ডিশন সহ একাধিক বিষয়ে প্রশিৰণ গ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও সহায়তা সামগ্রী বিতরণ করেন। এ সময় সদর উপজেলার কর্মকর্তাবৃন্দ, গ্রাম সমিতি সমূহের সদস্য/সদস্যা, স’ানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License