সিলেটে জামায়াতের হরতাল শান্তিপূর্ণ পিটেকিংয়ের চেষ্টাকালে আটক ২

Sunday, September 21, 2014

আমাদের সিলেট ডটকম:

মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর আপিলের চূড়ান্ত রায়ে ‘আমৃত্যু কারাদণ্ড’ প্রদানের প্রতিবাদে ৪৮ ঘণ্টার ডাকা হরতালের ২য় দিন রোববার সিলেট শান্তিপূর্ণ।তবে শক্ত পিকেটিং না করলেও সিলেটে হরতালের শুরুতে রোববার ভোরে সিলেট জামায়াত-শিবির নগরীতে একটি সংক্ষিপ্ত মিছিল করেছে। এছাড়াও বিমানবন্দর রোডে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ আসার আগেই সটকে পড়ে।

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নগরীর দক্ষিণ সুরমা, শিবগঞ্জ এবং শাহপরাণ এলাকায়ও ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরকর্মীরা। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে সিলেট আদালত প্রাঙ্গণে মিছিল করেছে জামায়াত সমর্থিত আইনজীবীদের সংগঠন। জামায়াত নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন নাদেরের নেতৃত্বে ২নং বার হল থেকে মিছিলটি বের হয়ে পুরো আদালত চত্বর ঘুরে সেখানে এসে শেষ হয়। এছাড়া আর কোথাও কোনো ধরনের মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষ করা গেছে, রোববার সকাল থেকেই সিলেটে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে রিকশা ও সিএনজি অটেরিকশা এবং লেগুনা টেম্পু মোটামুটি স্বাভাবিকভাবে চলাফেরা করছে। দুপুর ১ টা পর নগরীর দোকান-পাটগুলোও খুলতে শুরু করে। তবে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, রবিবার সকাল সোয়া ১১টার দিকে সিলেট নগরীর পাঠানটুলায় ঝটিকা পিকেটিং করেছে শিবির নেতাকর্মীরা। এসময় তারা ৩টি সিএনজি অটোরিকশা ও ১টি ট্রাক ভাঙচুর করে। এছাড়া তারা ১০-১৫টি রিকশাও রাস্তার উপর উল্টে দেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- পাঠানটুলা পয়েন্টে হঠাৎ করে কয়েকজন শিবির কর্মী জড়ো হন। আচমকা তারা শুরু করেন পিকেটিং। এসময় তারা ৩টি সিএনজি অটোরিকশা, ১টি ট্রাক ভাঙচুর করেন। যাত্রী নামিয়ে দিয়ে রাস্তার উপর উল্টে দেন ১০-১৫টি রিকশা। এসময় পাঠানটুলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৩-৪ মিনিট তান্ডব চালিয়ে শিবির কর্মীরা পাঠানটুলা এলাকা থেকে পালিয়ে যান। এর আগে হরতাল চলাকালে নগরীর দরগাগেইটে ককটেলের বিস্ফোরণ ঘটায় শিবির। এছাড়া কুমারপাড়ায় মিছিল করে হরতাল সমর্থকরা।

অন্যদিকে, হরতাল চলাকালে শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে জালালাবাদ থানা শিবিরের সভাপতিকে আটক করেছে পুলিশ। তার নাম আবু হুরায়রা চৌধুরী জাবির। জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, জাবিরের নেতৃত্বে সেখানে শিবিরের নেতা-কর্মীরা মিছিল করার জন্য জড়ো হচ্ছিল। এ সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এছাড়াও আরেকজন পিকেটারকে আটক করা হয়েছে বলে জালালাবাদ থানা পুলিশ জানায়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License