জগন্নাথপুরে পুলিশের উপর হামলা ॥ পুলিশসহ আহত ৮ ॥ ৩ জন আটক

Wednesday, September 24, 2014

আমাদের সিলেট ডটকম:

সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাত ভেবে পুলিশের উপর হামলা করেছে গ্রামবাসী। এ ঘটনায় ৫ পুলিশসহ ৮ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, জগন্নাথপুর থানার এস আই লুৎফর রহমান, এ এস আই সুহেল রানা, মোজাম্মেল হোসেন, পুলিশ কনষ্টেবল শাহ আলম, সাইফুল ইসলাম, গাড়ি চালক শংকর, মামলার বাদী উজ্জল মিয়া ও আসামী আজিম উদ্দিন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর গ্রামে।

জানা গেছে, গত প্রায় ২ বছর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের আমিনুল হকের মেয়ে সায়মা হক লিংকি (১৬) ও একই জেলার বিজয় নগর থানার চম্পক নগর গ্রামের আলী আছগরের ছেলে আজিম উদ্দিনের (২২) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে লিংকির ফুফাতো ভাই উজ্জল মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। উক্ত মামলায় তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি হয়।

এদিকে-আজিম উদ্দিন লিংকিকে তার স্ত্রীর পরিচয় দিয়ে গত প্রায় ৭ মাস ধরে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর গ্রামে তার মামা আব্দুস সামাদের বাড়িতে বসবাস করে আসছে। খবর পেয়ে গত মঙ্গলবার রাত ১১ টার দিকে জগন্নাথপুর থানার এস আই লুৎফর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মামলার বাদী উজ্জল মিয়াকে নিয়ে জহিরপুর গ্রামের আব্দুস সামাদের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত আজিম উদ্দিন ও সায়মা হক লিংকিকে গ্রেফতার করে একটি লাইটেস গাড়ি যোগে থানায় ফিরে আসছিল। এ সময় আজিম উদ্দিনের মামা আব্দুস সামাদের লোকজন ডাকাত-ডাকাত বলে চিৎকার দিয়ে গ্রামের লোকজনকে জড়ো করে পুলিশের উপর হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে হ্যান্ডকাপ লাগানো অবস’ায় আসামীদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশসহ ৮ জন আহত হন। পরে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনাস’লে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় আবার আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ সময় সীতারা বেগম নামের (৪০) আরেক মহিলাকে আটক করা হয়। তিনি একই গ্রামের খালিছ মিয়ার স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীদের ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License