বঙ্গোপসাগরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ কারাত-২০১৪’ শুরু

Friday, September 26, 2014


বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে যৌথ সমুদ্র মহড়া এক্সারসাইজ কো-অপারেশন এ ফ্লট রিডইনেস এন্ড ট্রেনিং-২০১৪ (কারাত) শুরু হয়েছে।

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থিত স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিসে (এসএমডব্লিউটি) এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর কমান্ডার লজিস্টিক গ্রুপ ওয়েস্টার্ন প্যাসেফিক এন্ড কমান্ডার টাস্কফোর্স-৭৩ রিয়ার এডমিরাল চার্লস উইলিয়ামস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম. আখতার হাবিব। এছাড়া চট্টগ্রাম নৌ অঞ্চলের সকল এরিয়া কমান্ডার, এএফডি ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানস্থলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি এসে পৌঁছলে চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর ফ্লিট কমান্ডার কমডোর এম. খালেদ ইকবাল তাদের স্বাগত জানান।






Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License