সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জাতির জনক
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস
নিজস্ব প্রতিবেদক : সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে সিলেটেও সরকারি-বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৭ মার্চের প্রথম প্রহরে জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা হয়। এ সময় দলের জেলা সভাপতি জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, মহানগর সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান, ডিআইজি অব পুলিশ মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভূঁইয়া ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। শোভাযাত্রা শেষে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
No comments:
Post a Comment