সিলেট মহানগরীর লালদিঘি হকার্স মার্কেটে ঝুঁকিপূর্ণ ভবন ও
অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সিটি করপোরেশন
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মালিকানাধীন লালদিঘি হকার্স মার্কেটে ঝুঁকিপূর্ণ ভবন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।
শনিবার ২২ মার্চ দুপুরে সিলেট সিটি কর্পোরেশন এই অভিযান শুরু করে। এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী, লালদিঘি বহুমুখী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মখলিছুর রহমান, লালদিঘি নতুন মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাঈদ ইকবাল এবং সিটি কাউন্সিলর ও এসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লালদিঘি নতুন মার্কেটের বি ব্লকে শুরু করা হয় এই অভিযান। এই ব্লকে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা এসময় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
মেয়র আরিফুল হক চৌধুরী জানান, লালদিঘি হকার্স মার্কেটের অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ করে আধুনিক বিপণি বিতান নির্মাণ করা হবে।
No comments:
Post a Comment