আমাদের সিলেট ডটকম:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীৰা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টায় এ ইউনিট ও বিকেল ৩ টায় বি ইউনিটের পরীৰা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় কোনধরণের অনিয়মের খবর পাওয়া যায়নি। তবে এবার দেরীতে পরীক্ষা হওয়ায় ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের উপসি’তি ছিল কিছুটা কম। পরীক্ষা চলাকালীন সময়ে সিলেটের প্রথম বেসরকারি ইউনিভার্সিটি লিডিং ইউনিভার্সিটি পরীক্ষা কেন্দ্রসহ নগরীর ১২ টি কেন্দ্র পরিদর্শন করেন শাবির ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপসি’ত ছিলেন। পরীক্ষা শেষে শাবির প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে দেশের সর্বশেষ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীৰা হওয়ায় পরীৰার্থীদের অংশগ্রহন ছিল কম। ভর্তি পরীৰা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশিৱষ্ট সকলকে ধন্যবাদ জানান।
ভর্তি কমিটি জানায়, আজ শনিবার যেকোন সময় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে । শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস করে ভর্তি পরীক্ষার ফল জানতে পারবে। মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SUST space RESULT space Admission Roll লিখে ২৩২৩ নাম্বারে এসএমএস করে ফলাফল জানতে পারবে। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, আজ শনিবার যেকোন সময় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রক্টর ড.হিমাদ্রী শেখর রায় বলেন, যারা প্রক্টরিয়াল বডির নিয়ম অমান্য করে ক্যাম্পাসে মিছিল করেছে তাদের বিরুদ্ধে প্রক্টরিয়াল আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।
এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে সব ধরণের মিছিল সমাবেশ নিষিদ্ধ থাকলেও নিয়ম অমান্য করে মিছিল করেছে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, জাতীয় ছাত্রদলসহ প্রগতিশীল ছাত্রসংগঠন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের সহায়ক লিফলেট বিতরণকালে ৪ শিবির কর্মীকে আটক করে পুলিশ। অবশ্য পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে গতকাল শুক্রবার সকাল থেকেই ভর্তিচ্ছুদের পদচারনায় মুখরিত ছিল শাবি ক্যাম্পাস। নগরীর সবক’টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় ছিল। পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাস সেজেছিল অপরুপ সোজে। ডিজিটাল ব্যানার ফেস্টুনে ছেয়ে গিয়েছিল পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে ক্যাম্পাসের সকল একাডেমিক ভবন পর্যন্ত বিভিন্ন সংগঠনের ব্যানার ফেস্টুনে ছেয়ে গিয়েছিল। পুলিশের পাশাপাশি আইনশৃংখলা রক্ষায় বিএনসিসি ও স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করে।
উল্লেখ্য, এ বছর ভর্তি পরীক্ষায় দুইটি ইউনিটে ১৪শত আসনের বিপরীতে ৪৯ হাজার ৪৪২ জন শিক্ষার্থী আবেদন করে। শাবিপ্রবিসহ সিলেট নগরীর ২১ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শাবির ভর্তি পরীক্ষা সম্পন্ন ফল প্রকাশ আজ
Friday, March 21, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment