আমাদের সিলেট ডটকম:
গোলাপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত একই পরিবারের ৪জন, আহত চালকসহ ২জন ও দূর্ঘটনায় কবলিত সিএনজি অটোরিক্সা মালিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় ট্রাক মালিক অনিল কুমার সেনের পক্ষ থেকে নিহত হুমায়ুন কবির আফাজের পুত্র রেদওয়ান আহমদের হাতে তার নিজ বাড়ি হেতিমগঞ্জ কায়স্থগাম ইজরাপাড়ায় এ অনুদানের টাকা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিলেট বিভাগীয় সভাপতি সেলিম আহমদ ফলিক, ট্রাক-লরি চালক সমিতির ঠাকুরগাঁও জেলা সভাপতি মোহাম্মদ জয়েন উদ্দিন, সিলেট জেলা সহ-সভাপতি আব্দুস সালাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, সাবেক ইউপি সদস্য আব্দুল মালিক মল্লিক, সমাজসেবী আমিরুল মোমিন আলমগীর, হেতিমগঞ্জ সিএনজি অটোরিক্সা সভাপতি শাহাব উদ্দিন, শ্রমিক নেতা আলাউদ্দিন, কমর উদ্দিন, জামাল উদ্দিন, নিহতের ভাই কামাল উদ্দিন, সমাজকর্মী সামসুল ইসলাম আনা, মুমিন আহমদ প্রমুখ।
উল্লেখ্য গত ১৩ফেব্রæয়ারী সিলেট-জকিগঞ্জ সড়কের পাঁচ মাইল নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে নিহত হন বনবিভাগের কর্মচারী হুমায়ুন কবির আফাজ, তার মা লাল বানু, স্ত্রী সালমা বেগম ও পুত্র সন্তান রায়হান আহমদ। এ সময় আহত হন সিএনজি অটোরিক্সা চালক লায়েছ উদ্দিন ও অপর যাত্রী সাজু আহমদ।
গোলাপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
Monday, March 17, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment