আমাদের সিলেট ডটকম:
টি-২০ বিশ্বকাপে প্রথম পর্বের খেলা শেষে আজ শুক্রবার মাঠে নামছে ক্রিকেটের শীর্ষ আটটি দল। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যচে মিরপুরস্থ শেরে বাংলা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত।
আন্তর্জাতিক ক্রিকেটে তুলনামূলক ছোট দলগুলোসহ মোট ১৬ দলের এ টুর্নামেন্টের প্রথম পর্বে অংশ নেয়া ৮ দলের মধ্য থেকে দু’টি দ্বিতীয় পর্বে বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাবে।
সুপার টেন পর্বে এশিয়ার দুই জায়ান্ট ভারত-পাকিস্তান ছাড়া ওয়েষ্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং বাছাই পর্ব থেকে উন্নীত একটিসহ মোট পাঁচ দল খেলবে দুই নম্বর গ্রুপে।
বাছাই পর্ব থেকে উন্নীত অপর দলটি এক নম্বর গ্রুপে খেলবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, ইংল্যান্ড ও নিউজির্যান্ডের সঙ্গে। উভয় গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে।
টি-২০ ইতিহাসে গত চার আসরে চ্যাম্পিয়ন হয় চার দল। প্রথম ও দ্বিতীয়বার এশিয়ার দুই দেশ ভারত ও পাকিস্তান এবং এরপর ২০১০ সালে ইংল্যান্ড ও ২০১২ সালে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।
বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি সমপ্রতি নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ছাড়াও বিশ্বক্রিকেটের সবচেয়ে ধ্বসাংত্মক ব্যাটসম্যান ওপেনার ক্রিস গেইলকে নিয়ে শিরোপা অক্ষন্ন রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী।
টি-২০ র্যাংকিংয়ের শীর্ষ দল শ্রীলংকা প্রায় দেড় মাসের বেশী সময় বাংলাদেশে কাটিয়ে এ মাসের প্রথম দিকে এশিয়া কাপের শিরোপা জয় করেছে।
ট্রফি কেবিনেটে স্থান দিতে প্রথমবারের মত টি-২০ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া দলে নিয়েছে ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান ব্র্যাড হজ এবং ৪৩ বছর বয়সী স্পিনার ব্র্যাড হগকে। তবে পায়ের পাতায় ইনফেকশনের কারনে দলে সেরা পেসার মিচেল জনসনকে পাচ্ছেনা অস্ট্রেলিয়া। পক্ষান্তরে ইনজুরির কারণে জো রুট ও বেন স্টোকসকে পাচ্ছেনা ইংল্যন্ড।
চার বছর আগে ইংল্যান্ড দলের শিরোপা জয়ের নায়ক কেভিন পিটারসেনও নেই ইংলিশ দলে।
সমপ্রতি গ্রায়েম স্মিথ ও জক ক্যালিসের অবসরের পর নতুন যুগে পা রাখছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডও শিরোপার কঠিন দাবিদার।
৬ এপ্রিল ফাইনাল অনুষ্ঠিত হবে।
টি-২০ বিশ্বকাপ আজ মাঠে নামছে শীর্ষ দলগুলো
Thursday, March 20, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment