কানাইঘাটে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিমের সমর্থনে ব্যাপক গণসংযোগ

Sunday, March 16, 2014

আমাদের সিলেট ডটকম:

আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে নাগরিক কমিটি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুর রহিম আনারস মার্কা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান ইকবালের টিয়া পাকি মার্কার সমর্থনে কানাইঘাটের বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দিনভর অধ্যাপক আব্দুর রহিম পৌরশহরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় তার সাথে উপজেলার বিপুল সংখ্যক মুরবিব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সাথে ছিলেন। এছাড়া গতকাল রোববার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম ও ইকবালের সমর্থনে উপজেলার সাতপারী, ভবানীগঞ্জ, জুলাই, দর্পনগর, লালারচক, শহরউল্লাহ, রাজাগঞ্জ, ফালজুর, ঢাকনাইল, মুকিগঞ্জ ও মানিকগঞ্জ বাজার এলাকায় গণসংযোগ ও বেশ কয়েকটি পথসভা অনুষ্ঠিত হয়। পৃথক এসব নির্বাচনে নেতৃবৃন্দ ২৩ মার্চের উপজেলা পরিষদের নির্বাচনে আব্দুর রহিমকে বিজয়ী করার মাধ্যমে কানাইঘাটে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License