আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল চা বাগান এলাকার দরিদ্র চা জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবস্থা ও তাদের স্বাস্থ্যের উন্নয়নে সচেতনতা মূলক কর্মসূচী গুলো পরিদর্শন করেছেন ইউএসএআইডি’র বাংলাদেশ মিশন ডাইরেক্টর জেনিনা জেরুলসিক।
বৃহস্পতিবার সকালে তিনি শ্রীমঙ্গল উপজেলার খেজুরী ছড়া চা বাগানে শ্রমিকদের সাথে মিলিত হন এবং স্বাস্থ্য সেবার সুযোগ সম্পর্কে অবহিত হন। পরে তিনি বাগানের নাট মন্দিরে শ্রমিকদের সাথে পুনরায় মিলিত হন এবং টিবি কেয়ার-২ প্রকল্পের আওতায় যক্ষা রোগ সচেতনতায় অনুষ্ঠিত একটি পট গান উপভোগ করেন।
এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের তৃনমুলে ভালো স্বাস্থ্য সেবার ব্যবস্থা রয়েছে দেখে তিনি খুশি। এসময় তিনি সংক্রামক ব্যাধি যক্ষা সচেতনতায় সবাইকে একযোগে কাজ করার আহŸান জানান। যাতে কয়েক বছরের মধ্যে এদেশ থেকে যক্ষা চির দুরভুত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হেমন্ত কুমার দাশ, টিবি কেয়ার টু এর টিম লিডার ডা. পল দারু, প্রজেক্ট কো-অর্ডিনেট রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজিবুস শহীদ, ডা. শহিদুল ইসলাম ও পিটার অমিত হালদার।
চা বাগানের স্বাস্থ্য সেবা পরিদর্শনে ইউএস এ আই ডি’র মিশন ডাইরেক্টর
Thursday, March 20, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment