প্রথম পর্যায়ে সিলেট বিভাগের নব নির্বাচিত ৩৬ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান শপথ নিলেন

Thursday, March 20, 2014

প্রথম পর্যায়ে সিলেট বিভাগের নব নির্বাচিত ৩৬ জন উপজেলা পরিষদ


চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান শপথ নিলেন


নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের (পুরুষ ও মহিলা) শপথ গ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার ২০ মার্চ প্রথম দফায় ৩৬ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।

সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১টায় সিলেট জেলার ৭টি উপজেলার ২১ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেন। সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান তাদেরকে শপথ বাক্য পাঠ করান।

সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, বিশ্বনাথ, জকিগঞ্জ, গোলাপগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা এ সময় শপথবাক্য পাঠ করেন।

এছাড়া বিকেল বিকাল ৪টায় সুনামগঞ্জের ১৫ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান শপথ নেন।

দ্বিতীয় দফায় ২৪ মার্চ দুপুর ১২টায় মৌলভীবাজার জেলার ৩ জন ও বিকেল ৪টায় হবিগঞ্জ জেলার ৯ জন নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান শপথ নেবেন বলে স্থানীয় সরকার বিভাগ সিলেটের পরিচালক গৌতম কুমার ঘোষ জানিয়েছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License