সিলেটে বঙ্গবন্ধু পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ॥ সিলেট
বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
বঙ্গবন্ধু পরিষদ সিলেট বিভাগীয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার ২২ মার্চ বিকেলে সিলেট মহানগরী পুরাতন মেডিক্যাল এলাকায় বিভাগীয় কমিটির সদস্যদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ কে. এম হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হোসাইনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহমদ আল-কবির।
পূর্ণাঙ্গ বিভাগীয় কমিটির অন্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম সোয়েব, সদস্য অধ্যক্ষ মাজেদ আহমদ, অধ্যাপক কৃষ্ণ প্রিয় দাস, ডা. রুকন উদ্দিন, প্রফেসর জাকির হোসেন, আব্দুর রহমান জামিল, শামীম আহমদ, মকসুদ আহমদ, প্রভাষক করিমা বেগম, ডা. আরমান আহমদ শিপলু, একেএম ফজলুর রহমান ও তাজিম উদ্দিন।
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. এস. এ মালেক ১৬ মার্চ সিলেট বিভাগীয় কমিটি অনুমোদন করেন।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, শহীদ মুক্তিযোদ্ধা ও ১৫ আগস্টের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
বক্তারা বঙ্গবন্ধু পরিষদ সিলেট বিভাগীয় কমিটি অনুমোদন করায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
No comments:
Post a Comment