বিভিন্ন স্থানে গণসংযোগ: মানুষের উন্নয়নের কথা ভাবি বলেই নির্বাচনে প্রার্থী হয়েছি – আবুল কাহের চৌধুরী শামীম

Wednesday, March 19, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট সদর উপজেলা নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ফায়দা হাসিল নয়, জনগণের সেবা করাই আমার মূল্য লক্ষ্য। জনগণের ভালোবাসা নিয়ে আগামী দিনে সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশির্বাদ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। কিন্তু একটি মহল নানা বিভ্রান্তি ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের ফাঁদে পা না রেখে যোগ্যতার মাপকাঠি বিবেচনা করে আগামী নির্বাচনে আনারস প্রতীককে বিজয়ী করুন।

তিনি বুধবার সদর উপজেলার খাদিমপাড়া, মেজরটিলা, বাহুবল, গুচ্ছগ্রাম, পীরেরগাঁও, ইসলামপুর, মইয়ারচর, নয়াবাজার এলাকায় গণসংযোগকালে একথা বলেন।

আবুল কাহের চৌধুরী শামীম আরো বলেন, আমার পক্ষে ১৯ দলীয় জোটের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন। এমন অব্যাহত কর্মকাণ্ডে ঈর্শ্বান্বিত হয়ে একটি কচুক্রি মহল নির্বাচনের আগ মুহূর্তে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক মাঠে আমরা উড়ে এসে জুড়ে বসিনি। মাটি ও মানুষের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। মানুষের উন্নয়নের কথা ভাবি বলেই নির্বাচনে প্রার্থী হয়েছি। যোগ্য ও অযোগ্য প্রার্থী বিবেচনা করার দায়িত্ব আপনাদের। জনগণের সেবক হিসেবে নিজেকে আপনাদের সামনে হাজির করেছি। ভোট আপনাদের মূল্যবান আমানত। আমি নির্বাচিত হলে ইনশাল­াহ্ আপনাদের সে আমানত রক্ষা করবো।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী, এজহারুল হক চে মন্টু, শাহ সাইদুর রহমান হিরু, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবদুর রউফ, যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, আজির উদ্দিন চেয়ারম্যান, নিলু মিয়া চৌধুরী, গোলাম কিবরিয়া, ইশতিয়াক, ওয়ারিছ আলী, আবু ইছা, সালাম মেম্বার, রাজা, সদস্য দেলওয়ার হোসেন জয়, জমিয়তে ইসলামীর আহবায়ক মাওলানা আখতারুজ্জামান, বিএনপি নেতা কবির আহমদ, সাবেক চেয়ারম্যান কছির উদ্দিন, ছাত্রদল নেতা মুরাদ, দুলাল রেজা, দেলওয়ার হোসেন প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License