ফেঞ্চুগঞ্জে নির্বাচন স্থগিতের প্রেক্ষিতে পরামর্শ সভা অনুষ্ঠিত

Tuesday, March 18, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিতের প্রেক্ষিতে এবং সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের আহবানে গতকাল মঙ্গলবার এক পরামর্শ সভা চন্ডী প্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীগের সভাপতি শওকত আলী। সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আশফাকুল ইসলাম সাব্বিরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন। উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শহীদুর রহমান রোমান,মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়্রাম্যান নুরুল ইসলাম বাছিত, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ চৌধূরী, উপজেলা জেলা আওয়ামী লীগ নেতা আবুল লেইছ চৌধূরী, এ আর সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা জামায়াাতের সাবেক আমীর আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান গেদা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিফতার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজমল আলী, জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমদ তফাদার, সাংবাদিক শাহ মুজিবুর জকন, ভাইস-চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন খান, আইনজীবী জসিম উদ্দন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসার আহমদ শাহ।

সভায় জনপ্রতিনিধিসহ বক্তারা তাদের বক্তব্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ ইউনিয়ন থেকে ৫ ইউনিয়নে উন্নীত করায় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বর্তমান জটিলতা নিরসনে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধূরীর দিক নির্দেশনায় আইনী প্রক্রিয়ার মাধ্যমে নিরসন করতে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আইনমন্ত্রী ও নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে ইতিমধ্যে কথা হয়েছে। অচিরেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License