আমাদের সিলেট ডটকম:
রোববার কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ১৯দলীয় জোট প্রার্থী আশিক চৌধুরীকে বিজয়ী করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখা।
গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে ভারপ্রাপ্ত জেলা আমীর মাওলানা সৈয়দ ফয়জুলৱাহ বাহার, ভারপ্রাপ্ত সেক্রেটারী গোলজার আহমদ হেলাল, রাজনৈতিক সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক মাওলানা এটিএম শামসুদ্দীন, প্রশিৰণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন খান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট উত্তর জেলা সভাপতি আনোয়ার হোসাইন সিলেটের ১৯দলীয় জোট ও জামায়াতে ইসলামীর সিদ্ধান্তের আলোকে কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে জোট প্রার্থী আশিক চৌধুরীকে বিজয়ী করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী ও উপজেলাবাসীর প্রতি এ আহ্বান জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ সংস্লিষ্ট সকলকে কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জোট ও দলীয় সিদ্ধান্তের প্রতি অনুগত ও আস্থাশীল থেকে কাজ করার অনুরোধ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ উপজেলা পরিষদের এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ বদর্বজ্জামান ইকবালকে টিয়া পাখি প্রতীকে ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মরিয়ম বেগমকে পদ্ম ফুল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ করেন। বিজ্ঞপ্তি
জেলা জামায়াতের বিবৃতি: কানাইঘাটে ১৯দলীয় জোট প্রার্থী আশিক চৌধুরীকে বিজয়ী করুন
Saturday, March 22, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment