শেষপর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪
শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে
শাবিপ্রবি প্রতিনিধি : প্রায় ৪ মাস দেরিতে হলেও শেষপর্যন্ত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুক্রবার ২১ মার্চ অনুষ্ঠিত হচ্ছে।
এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল ২০১৩ সালের ডিসেম্বরে; কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে কয়েকটি সংগঠনের প্রতিবাদের জের ধরে জটিলতা সৃষ্টি হওয়ায় তা পিছিয়ে যায়।
পরবর্তী সময়ে সমন্বিত পরীক্ষা পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও শাবিপ্রবিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য 'চেতনা ৭১' ভাংচুর ও শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচিতে হামলার দায়ে বহিষ্কৃত ২৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্র শিবির ২০ ও ২১ মার্চ সিলেট বিভাগে হরতাল আহ্বান করলে ভর্তি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ে।
তবে শেষপর্যন্ত ছাত্র শিবির হরতালসহ সকল কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
এবার 'এ' ও 'বি'-এ দুটি ইউনিটে ১ হাজার ৪শ আসনে আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৪শ ৪২। অর্থাৎ পড়ে প্রতিটি আসনে ৩৫ জন ভর্তিযুদ্ধে অবতীর্ণ হচ্ছে।
শাবিপ্রবি ও সিলেট মহানগরীতে ২৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে 'এ' ইউনিটের পরীক্ষা। আর 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। ইতোমধ্যে আসন বিন্যাস সম্পন্ন হয়েছে।
No comments:
Post a Comment