শীর্ষ নিউজ, ঢাকা: কঠিন সমীকরণের ম্যাচে ২ উইকেটে জয় পেয়েছে হংকং। তবে বাংলাদেশ হেরে গেলেও এদিন বাড়তি উন্মাদনা টাইগার শিবিরে। প্রথম দুটি ম্যাচে আফগানিস্তান ও নেপালের বিপক্ষে জয় পেলেও তৃতীয় ম্যাচে হংকংয়ের কাছে হেরে যায় স্বাগতিক বাংলাদেশ। কিন্তু হারের এ ম্যাচেও টাইগারদের প্রাপ্তি অনেক। বাংলাদেশ দল ম্যাচ হারলেও বিপদ এড়িয়েছে। বিনা বাঁধায় বিশ্বকাপের সুপার টেনের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজরা।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ দল। এদিন ব্যাট করতে নেমেই অতিথি বোলারদের রোষানলে পরে টাইগাররা। স্কোর বোর্ডে ৩ রান জমা করতেই দুই উইকেটের পতন ঘটে।
চরম ব্যটিং বিপর্যয়ের কারণে পুরো ২০ ওভার মোকাবেলা করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১৬ ওভার ৩ বলে ১০৮ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
প্রথম ইনিংস শেষে খবর চাউর হয় ৭৯ বলে হংকং জিতে গেলে বাংলাদেশ দলের বিশ্বকাপ শেষ! এমন খবর শুনে আতঁকে ওঠেন ষোল কোটি মানুষ। কঠিন সমীকরণের সংবাদ শুনে দেশের ক্রিমেটপ্রেমীরা টাইগারদের জন্য প্রার্থনা করতে থাকেন।
বিপদ এড়িয়ে গেলেও স্বাগতিক হংকংয়ের কাছে ২ উইকেটে হেরে যায় বাংলাদেশ। বাংলাদেশ ম্যাচ জিততে পারেনি তবে দলকে বিপদ মুক্ত করেছে। তাতেই স্বস্তির পরশ। তাই হারের ম্যাচেও প্রাপ্তির ঝিলিক টাইগার শিবিরে।
No comments:
Post a Comment