আমাদের সিলেট ডটকম:
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে বৈঠক করেছেন মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকরা বিভিন্ন বিষয়ে শাবি উপাচার্যের সাথে কথা বলেন। সূত্র জানায়, বৈঠকে তারা আগামী ২১ মার্চ অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় যাতে কোন আবেদনকারী প্রশাসনের অবহেলায় পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে প্রশাসনের নিশ্চয়তা দাবী করেন। এ সময় তারা বলেন, এই পরিস্থিতিতে পরীক্ষা নেয়া শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিরাপদ হবেনা এবং হরতালের মধ্যে পরীক্ষা নেয়া হলে শিক্ষকরা জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবেনা। তাই আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হোক যাতে সকল আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। সূত্র আরো জানায়, এসময় তারা শাখা শিবিরের বহিস্কৃত ১৪ শিক্ষার্থী ন্যায়বিচার পায়নি বলে ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়াকে অবহিত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. আশরাফ উদ্দিন, ফোরামের আহবায়ক অধ্যাপক ড. সাজেদুল করিম, অধ্যাপক ড.মো: ইকবাল, অধ্যাপক মো: নজরম্নল ইসলাম, অধ্যাপক ড. মো: রহমত উল্লাহ, অধ্যাপক ড. নিজাম উদ্দিন, অধ্যাপক ড. তাজ উদ্দিন, অধ্যাপক ড. আহমেদ কবির, অধ্যাপক ড. মো: ঈসমাইল, সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, ড. মোুজাম্মেল হক, মো: রবিউল ইসলাম, ড. রিজাউল ইসলাম, শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। জানতে চাইলে অধ্যাপক ড.সাজেদুল করিম বলেন, ভর্তি পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে ভিসি স্যারের সাথে আলোচনা হয়েছে তবে ভিসি স্যার আগামী ২১ তারিখ অনুষ্ঠিতব্য ভর্তিপরীক্ষা শান্তিপূর্ণভাবে গ্রহনের আশাবাদ ব্যাক্ত করেন। এবং আগামী ১৮ মার্চ সিন্ডিকেট বৈঠকের পর সবকিছু পরিস্কার হবে বলে তিনি আমাদের আশ্বস্ত করেন। তবে ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
শাবি ভিসির সাথে বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের বৈঠক
Sunday, March 16, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment