আমাদের সিলেট ডটকম:
কানাইঘাট বাজারের ত্রিমোহনী পয়েন্টে অবস্থিত কোটি টাকামূল্যের একটি রেষ্টুরেন্টের মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে দখল ও পাল্টা দখল নিয়ে উত্তেজনা বিরাজ করছে। শান্তিশৃঙ্খলার রক্ষার্থে পুলিশ সোমবার দু’পক্ষকে নিয়ে থানায় বৈঠক করেছেন। জানা যায়, বাজারের পয়েন্টে অবস্থিত কোটি টাকামূল্যের শাহজালাল রেষ্টুরেন্টের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে পৌরসভার নন্দিরাই গ্রামের আনোয়ার হোসেন ও রায়গড় গ্রামের সুহেল আমীন গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। দখলসূত্রে দীর্ঘ ৫৩ বছর ধরে আনোয়ার হোসেন রেষ্টুরেন্টটির ভাড়া আদায় করে আসছিলেন। অপর দিকে কাগজপত্র ও রেকর্ডীয় সূত্রে রেষ্টুরেন্টের মালিকানা দাবী করে গত বুধবার রাত ১২টার দিকে সুহেল আমীনগং রেষ্টুরেন্টটি তাদের দখলে নিয়ে তালা মেরে দেয়। পাল্টা গত রোববার রাত সাড়ে ১১টার দিকে আনোয়ার হোসেন গং পুনরায় হোটেলটি তাদের দখলে নেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে রাতেই কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে শান্তি-শৃঙ্খলার রক্ষার্থে হোটেলটি তাদের জিম্মায় নিয়ে পুনরায় তালা মারেন। এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য ভূমির কাগজপত্র নিয়ে থানা প্রশাসন আজ আবারও আনোয়ার ও সুহেল আমীন গংদের নিয়ে বৈঠকে বসবে বলে থানা সূত্রে জানা গেছে।
কানাইঘাট বাজারের কোটি টাকা মূল্যের রেষ্টুরেন্টের মালিকানা নিয়ে দখল-পাল্টা দখল
Monday, March 17, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment