সিলেট সদরে জাল ভোটের ছড়াছড়ি; মীরাপাড়ায় ছাত্রলীগের কেন্দ্র দখল, এক ঘণ্টা ভোট-গ্রহণ বন্ধ

Sunday, March 23, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট সদর উপজেলায় ব্যাপক জাল-ভোট হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সিলেট শহরতলীর মীরাপাড়ায় ছাত্রলীগ কর্মীরা কেন্দ্র দখল করে প্রায় এক ঘণ্টা টেবিল কাস্ট করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ছাত্রলীগের তান্ডবের কারণে মীরাপাড়াস্থ আব্দুল লতিফ স্কুল কেন্দ্রে এক ঘণ্টারও বেশী সময় ভোট গ্রহণ বন্ধ থাকে।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশফাক আহমদের সমর্থক ছাত্রলীগ কর্মীরা দুপুর সাড়ে ১১টার দিকে কেন্দ্রের একটি বুথে ঢুকে প্রতিপক্ষ, বিএনপি সমর্থিত প্রার্থী শাহ জামাল নুরুল এক এজেন্টকে মারধর করে। এ সময় তারা অন্য বুথগুলোতে ঢুকে একই কায়দায় সকল এজেন্টকে বের করে দেয়ার চেষ্টা করে। ছাত্রলীগ কর্মীরা ঐ কেন্দ্রের সবগুলো কক্ষে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে টেবিল কাস্ট করে প্রায় আধা ঘণ্টা। কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ায় নারী ও পুরুষ ভোটাররা কেন্দ্র ছেড়ে চলে যান।

এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে বলে শাহজামাল নুরুল হুদার নির্বাচনী সমন্বয়কারী আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের অভিযোগ করেছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে সেনা সদস্যরা ঐ কেন্দ্রে গেলে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

একই কায়দায়, শহরতলীর খাদিম, টুকেরবাজার ও উমাইগাঁয়ে একাধিক কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশফাক এর আহমদের সমর্থক আওয়ামীলীগ কর্মীদের জাল-ভোট দেয়ার অভিযোগ পাওয়া গেছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License