আমাদের সিলেট ডটকম:
গোলাপগঞ্জের পৌর শহরে জলবদ্ধতার কারনে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে পানি উঠে ব্যাপক ক্ষতি সাধন করেছে। নোংরা ও ময়লা পানির দুর্গদ্ধ জন জীবনে মারাত্মক দুর্ভোগের সৃষ্টি করেছে। গত শুক্রবার রাতে কালবৈশাখীঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় টিনের ঘড় বিধ্বস্ত ও গাছ উপরে পড়ে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্থ হয়ে জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় গোলাপগঞ্জ পৌর শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির ও ড্রেনের পানি একাকার হয়ে পৌর শহরের প্রধান সড়ক আহমদ খাঁন রোডের অর্ধশত দোকানের কয়েক লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে। গতকাল শনিবার ব্যবসায়ীরা মালামাল বিক্রি বন্ধ করে দিনভর ক্ষতিগ্রস্থ পণ্য হেফাজত করতে ব্যস্ত থাকেন। পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় দোকান ও বাসা বাড়িতে ময়লা আবর্জনা যুক্ত নোংরা পানি ঢুকে পড়ছে। এতে শুধু বসবাস করা কষ্টকর হয়ে দেখা দেয়নি, পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
প্রাপ্ত সংবাদে জানা যায়, উপজেলার বিভিন্ন কমপক্ষে অর্ধ শতাধিক ঘরের টিনের চাল ঝড়ে উড়ে গেছে। বিভিন্ন স্থানে গাছ পড়ে বিদ্যুতের বড় ধরনের ক্ষতি করায় গতকাল গভীর রাত পর্যন্ত উপজেলার বেশীর ভাগ এলাকা ছিল বিদ্যুৎ বিহীন। উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করতে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম। তিনি ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ উপজেলার হেতিমগঞ্জ এলাকার নিজতফা, আয়তাবাজসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানিয়েছেন।
কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘর ক্ষতিগ্রস্থ, বিদ্যুৎ বিপর্যয় গোলাপগঞ্জ; পৌর শহরে জলাবদ্ধতা,ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে পানি
Saturday, May 10, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment