আমাদের সিলেট ডটকম:
জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার আহ্বায়ক এডভোকেট এম নুর্বল হক বলেছেন, দেশে সরকারী ছত্রছায়ায় বিচার বহির্ভূত হত্যাকান্ড, গুম, খুন ও অপহরণ অহরহ চলছে। প্রতিদিন মানুষ নিখোঁজ হচ্ছেন। সরকার বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে পরিকল্পিতভাবে গুম, খুন ও অপহরণের পথ বেছে নিয়েছে। গুম ও খুন হওয়া পরিবারগুলোর সদস্যদের আর্তচিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। তিনি নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজর্বল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন কুমার সরকার সহ ৭ খুনের সুষ্ঠ তদন্ত দাবী করে বলেন, এ হত্যাকান্ডের সঠিক তদন্ত হলে থলের বিড়াল বেরিয়ে আসবে। তিনি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও যুক্তরাজ্য প্রবাসী নাগরিক বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবের সন্ধান দাবী করে বলেন, অনতিবিলম্বে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলীকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবী জানান।
এডভোকেট নূরুল হক শুক্রবার জৈন্তাপুর উপজেলার বাউরভাগ তাঁর নিজ গ্রামে তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন। বিশিষ্ট মুর্বব্বী হাজী বরকত উলৱাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল গফ্ফার, আবুল কাহের চৌধুরী শামীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আলী আহমদ, আব্দুল মন্নান, এমরান আহমদ চৌধুরী, জৈন্তাপুর ১৭ পরগনার বিশিষ্ট মুর্বব্বি সিরাজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন, সদস্য আব্দুল মালিক মানিক, এনায়েত উলৱাহ, আব্দুল হক, মুহিবুল হক, ছাত্রদল কেন্দ্রীয় সদস্য এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবু তাহের, এডভোকেট ফখর্বল হক, আলমগীর হোসেন চেয়ারম্যান, আব্দুস শুকুর, হাফিজ উদ্দিন, বাহার্বল আলম, সুলেমান আহমদ, লিপু প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট এম নুর্বল হক সহ সকল সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এদিকে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নিখোঁজ প্রবাসী নেতা মুজিবুর রহমান মুজিবকে সন্ধানের দাবীতে আগামী রোববার বিকেল ৩টায় সিলেট কোর্ট পয়েন্ট থেকে বিৰোভ মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলকে উপসি’ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট এম নুর্বল হক, যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, এডভোকেট আব্দুল গফ্ফার, আবুল কাহের চৌধুরী শামীম, আব্দুর রাজ্জাক, আলী আহমদ, আব্দুল মান্নান ও ইমরান আহমদ চৌধুরী।
সরকার দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে পরিকল্পিতভাবে গুম ও খুনের পথ বেছে নিয়েছে – এডভোকেট এম নুরুল হক
Friday, May 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment