আমাদের সিলেট ডটকম:
সিলেটে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্রলীগেরই একটি গ্রুপের নেতা কর্মীরা। এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে রোববার বেলা ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি পঙ্কজ পুরকায়স্থ গ্রুপের নেতাকর্মীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে এমসি কলেজে ছাত্রলীগ কর্মী ছদরুল ইসলাম ও নিরেশের উপর হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুসহ তার গ্রুপের নেতা কর্মীদের দায়ি করে তাদের শাস্তি দাবি করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন,এমসি কলেজে ছাত্রলীগ নামধারী কতিপয় অছাত্র সন্ত্রাসীদের হাতে সাধারণ শিক্ষার্থীরা জিম্মি হয়ে আছে। তারা প্রতিনিয়তই সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি ও নির্যাতন করে থাকে।কিন্তু এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউই মুখ খুলতে সাহস পাননা। এদের কারণে কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে। আর এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু।
বক্তারা বলেন,সম্প্রতি হিরণ মাহমুদ নিপুর সমর্থক সন্ত্রাসীরা হামলা চালিয়ে ছাত্রলীগ কর্মী ছদরুল ইসলাম ও নিরেশকে আহত করে। ছদরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠিয়ে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।
মানববন্ধনে একাত্মতা পোষন করে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আজির উদ্দিন, সিলেট ল’কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম রাশেদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক স্কুল-ছাত্র বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুহেল তালুকদার।
মানববন্ধন শেষে এমসি কলেজের শিক্ষার্থীরা সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সিলেটে ছাত্রলীগের সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন
Sunday, May 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment