আমাদের সিলেট ডটকম:
সিলেট শহরতলীর খাদিমপাড়া এলাকার কলৱগ্রাম চৌমুহনীতে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মদ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে, পুলিশ বলছে দু‘পক্ষে উত্তেজনা হলেও কোন সংঘর্ষ ঘটেনি। ছাত্রদলের পৰ থেকে দাবী করা হয়েছে ছাত্রলীগ কর্মীদের হামলায় তাদের ৫ কর্মী আহত হয়েছেন। অন্যদিকে, ছাত্রলীগ নেতারা জানিয়েছেন, ছাত্রদল ফয়েজ গ্রুপের কর্মীরা হামলা চালিয়ে ২ ছাত্রলীগ কর্মীকে আহত করেছে।
স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে খাদিম এলাকায় ছাত্রদলের আহমদ চৌধুরী ফয়েজের সমর্থক ও ছাত্রলীগের জাহাঙ্গীর হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছে। এর জের ধরে কলৱাগ্রাম চৌমুহনীতে আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে অবস্থান নেয় দুটি গ্রুপের কর্মীরা। এক পর্যায়ে উভয় পৰ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। উত্তেজনার খবর পেয়ে আগে থেকেই সেখানে শাহপরাণ থানার পুলিশ অবস্থান নিয়েছিল। উভয় পৰ সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয়।
ছাত্রদল ও ছাত্রলীগ উভয় পৰ থেকেই তাদের কর্মী আহত হওয়ার দাবী করা হয়েছে। তবে, শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানিয়েছেন, উত্তেজনা থাকলেও সংঘর্ষ হয়নি। কেউ আহতও হয়নি।
খাদিমের কলৱগ্রামে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ : আহত ৭
Thursday, May 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment