আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীতে থেকে নিখোঁজ হওয়া এক ব্যাংকের প্রহরী (গার্ড) কে ৮ ঘণ্টা পর অপ্রকৃতিস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্টা এলাকা থেকে নিখোঁজ হয় আল আরাফাহ ব্যাংকের গার্ড ইব্রাহিম খলিল উল্লাহ। রাত ৯টার দিকে পাঠানটুলাস্থ তারাপুর চা বাগান সংলগ্ন গোয়াবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
ইব্রাহিম খলিলুল্লাহ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাসিন্দা আরব আলীর ছেলে। সে বর্তমানে আম্বরখানা বড়বাজার ৫৮/১ নম্বর বাসায় বসবাস করছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মল্লিক আহসান সামি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আল আরাফাহ ব্যাংক আম্বরখানা শাখার নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নানের ৮০ হাজার টাকা সাউথ ইস্ট ব্যাংক চৌহাট্টা শাখায় জমা দিতে যায় ইব্রাহিম। চৌহাট্টায় যাওয়ার পর কয়েকজন যুবক তাকে বাইসাইকেল থেকে নামিয়ে একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়।গার্ড ইব্রাহিম নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে অবহিত করার পর পরই অভিযানে নামে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল দুপুরেই চৌহাট্টা থেকে ইব্রাহিমের বাই সাইকেল উদ্ধার করে। পরে রাত ৯টার দিকে পাঠানটুলা গোয়াবাড়ি এলাকায় বিক্ষিপ্তভাবে ঘোরাফেরারত অবস্থায় উদ্ধার করা হয় ইব্রাহিমকে। তার কথা বার্তা অসংলগ্ন হওয়ায় তাকে রাতেই ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
মল্লিক আহসান সামি বলেন, টাকাসহ ব্যাংক গার্ড নিখোঁজ হওয়ার বিষয়টি রহস্যজনক। ভিকটিম পুরোপুরি সুস্থ হবার পর পুরো রহস্য উদ্ঘাটিত হতে পারে।
সিলেটে ব্যাংকের প্রহরী নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর উদ্ধার
Tuesday, May 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment