আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জে হত্যা মামলায় ইসলাম উদ্দিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হান্নান এ রায় দেন। ইসলাম উদ্দিন সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের মৃত মছরব আলীর ছেলে।
এ মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ১৪ ফেব্র্বয়ারি সন্ধ্যায় উপজেলার শিমুলতলা গ্রামে গ্রাম্য বিষয় নিয়ে ইসলাম উদ্দিন ও একই গ্রামের মকসদ আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরদিন ১৫ ফেব্র্বয়ারি সকাল ৭টায় ইসলাম উদ্দিন ও তার লোকজন মকসদ আলীকে বাড়ি থেকে ডেকে পাশের মাঠে নিয়ে গিয়ে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে আহত মকসদ আলীকে স্বজনরা ছাতক উপজেলা স্বাস’্য কমপেৱক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই দিন বিকেলে মকসদ আলীর ভাই আব্দুল হান্নান বাদী হয়ে ছাতক থানায় ইসলাম উদ্দিন, তার ভাই নূর ইসলাম, একই গ্রামের জমসর আলী ছেলে সুনুর, মৃত আশ্রব আলীর ছেলে আমির, মৃত সাদক আলী ছেলে কুদ্দুস, কাদির, মৃত আমজাদ আলীর ছেলে লুৎফুর, আসক আলীর ছেলে জমসেদকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।
রোববার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের মধ্যে ইসলাম উদ্দিনকে এ সাজার আদেশ দেন আদালত। এদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত বাকি আসামিদের বেকসুর খালাস দেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট নান্টু রায় এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ জহুর আলী ও এডভোকেট আব্দুর রউফ চৌধুরী।
সুনামগঞ্জে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
Sunday, May 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment