সিলেটে বিএনপি’র গণঅনশন পালিত : ইলিয়াস আলী সহ নেতৃবৃন্দকে গুমের ঘটনায় সরকারকে চরম মূল্য দিতে হবে – ডা. সাখাওয়াত হাসান জীবন

Sunday, May 4, 2014

আমাদের সিলেট ডটকম:

টিপাইমুখ বাঁধ বিরোধী আন্দোলনের জনপ্রিয় সংগঠক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সিলেটের মাটি ও মানুষের নেতা এম ইলিয়াস আলীকে গুম করে সরকার তাদের ভিনদেশী প্রভূদের লোলুপ লিপ্সা মিটাতে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভূলুন্ঠিত করে একের পর এক অন্যায় ও দেশের স্বার্থ বিরোধী চুক্তি স্বাক্ষর করে যাচ্ছেন। বিগত ৫ জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বর্তমান অবৈধ সরকার তাদের ক্ষমতার মসনদকে দীর্ঘস্থায়ী করতে দেশপ্রেমিক প্রতিবাদী বিরোধী মতাবলম্বী নেতাকর্মীদের নির্বিচারে গুম ও হত্যা করে যাচ্ছে। যাহা গণতন্ত্র হত্যার পর ’৭৫ এর সেই কালো দিনগুলোর কথাই স্মরণ করিয়ে দেয়। আমরা সিলেটবাসী অবিলম্বে জননেতা এম ইলিয়াস আলী সহ নিখোঁজ সকল নেতাকর্মীর সন্ধান দাবী করছি অন্যথায় সরকারকে এর চরমমূল্য দিতে হবে।

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যাকান্ড এবং গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স’ানীয় কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর বিএনপির গণঅনশন কর্মসূচী পালনকালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন এ সব কথা বলেন।

সভায় সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি এমএ হক বলেন, বর্তমান অবৈধ সরকার তার শাসনামলের সকল অবৈধ কর্মকান্ডকে প্রতিষ্ঠিত করতে বিরোধী দল বিহীন এক দলীয় বাকশালী শাসন ব্যবস’া দেশে কায়েম করতে চায়। আর সে জন্যই এম ইলিয়াস আলী সহ একের পর এক বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম ও হত্যার মাধ্যমে সরকার ক্ষমতাকে দীর্ঘস’ায়ী করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহক্ষায়ক এডভোকেট এম নুরুল হক বলেন, বিদেশী প্রভূদের সেবা দাস বর্তমান অবৈধ সরকার দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এবং গণতন্ত্রকে হত্যা করে গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায় কিন্তু তাদের স্মরণ রাখা উচিত বাঙালি জাতিকে পাক হানাদার বাহিনীও দামিয়ে রাখতে পারেনি। বর্তমান ফ্যাসিষ্ট অবৈধ সরকারকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণআন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হবে।

গতকাল রোববার সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পূর্ব নির্ধারিত কর্মসূচীর প্রথমেই জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের উপসি’তির পাশাপাশি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে উপসি’ত হতে থাকে। সভায় পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে আইনজীবী, চিকিৎসক, শিক্ষক সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলোও পর্যায়ক্রমে অংশগ্রহণ করে।

সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদীর যৌথ পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম আহক্ষায়ক দিলদার হোসেন সেলিম, এডভোকেট আব্দুল গফফার, আবুল কাহের শামীম, আব্দুল কাইয়ুম জালালী পংকি, আব্দুর রাজ্জাক, নাসিম হোসাইন, আলী আহমদ, আব্দুল মান্নান, তারেক আহমদ চৌধুরী, পাপিয়া চৌধুরী, আশিক উদ্দিন চৌধুরী, হুমায়ুন কবির শাহীন, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, আজমল বক্ত সাদেক, আব্দুল মছব্বির, সুরমান আলী, মিসবাহউল কাদির ফাহিম, মাহবুব কাদির শাহি, মামুনুর রশীদ মামুন, শাহজামাল নুরুল হুদা, ইকবাল বাহার চৌধুরী, সৈয়দ মাইনুদ্দিন সুহেল, নজিবুর রহমান নজিব, ফয়সল আহমদ চৌধুরী, সোয়াদ রব চৌধুরী, এমদাদ হোসেন চৌধুরী, এড. হাদিয়া চৌধুরী মুন্নী, এডভোকেট আনোয়ার হোসেন, সালেহা কবির শেপী, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, অধ্যাপক ফরিদ আহমদ, সুলেমান আহমদ, কামাল মিয়া, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জসীম উদ্দিন, সিদ্দিকুর রহমান পাপলু, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সৈয়দ সাফেক মাহবুব, নুরুল আলম সিদ্দিকী খালেদ, তাজরুল ইসলাম তাজুল, মনজুর কাদের সাফি, ইশতিয়াক সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, অধ্যাপক রুমেল রহমান পীর, আব্দুর রহিম মলিৱক, শাহজাহান চৌধুরী, সাঈদ আহমদ, এড. আবু তাহের, রুহুল কুদ্দুছ চৌধুরী হামজা, আহমদ চৌধুরী ফয়েজ, এডভোকেট আল আসলাম মুমিন, রেজাউল করিম নাচন, আবুল কাসেম, লোকমান আহমদ, এড. এজাজ উদ্দিন, অর্জুন ঘোষ, এমদাদুল হক স্বপন, কাজী মেরাজ, নেছার আলম শামীম, আব্দুর রকিব চৌধুরী, দিদার ইবনে তাহের লস্কর, হানুর ইসলাম ইমন, মুরাদ হোসেন, মকসুদ আহমদ, এড. খালেদ জুবায়ের, এড. ইকবাল আহমদ, এড. উবায়দুর রহমান ফাহমি, জয়নুল হক, আব্দুল হাই রাজন, সুচিত্র চৌধুরী বাবলু, আব্দুল মালেক, আমিনুল ইসলাম মামুন, সুমেল আহমদ চৌধুরী, মকসুদুল করিম, নূরুল ইসলাম বাচ্চু, হুমায়ুন আহমদ, রাসেল আহমদ, নজরুল ইসলাম, মাসরুর রাসেল, জাহেদ আহমদ, মুস্তাকুর রহমান রুমন, আব্দুল মালেক, ফিরোজ আহমদ, আব্দুর রহিম, কামরুল হাসান, আলী আকবর রাজন, জিলৱুর রহমান সুয়েব, মোঃ মুহিউদ্দিন, সামছুল ইসলাম, মইনুল ইসলাম সাজু, আবু আহমদ আনসার, আব্দুস শুকুর, ফয়েজ আহমদ সাত্তার, পিয়ার উদ্দিন পিয়ার, মাজেদ আহমদ প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License