রাষ্ট্র নিজে অপহরণের সঙ্গে জড়িত থাকলে নাগরিকদের পরিণতি
ভয়াবহ হবেই : সংবাদ সম্মেলনে শমসের মোবিন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলের চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মোবিন চৌধুরী বলেছেন, রাষ্ট্র নিজে অপহরণের সঙ্গে জড়িত থাকলে নাগরিকদের পরিণতি ভয়াবহ হবেই। আসলে এখন দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই।
শনিবার ১০ মে দুপুরে সিলেট মহানগরীর মিরের ময়দানে নিজের বাসায় আহুত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শমসের মোবিন চৌধুরী বলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা সভাপতি এম. ইলিয়াস আলীকে গুমের সাথে জড়িতরাই সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালককে অপহরণ করেছে।
তিনি অভিযোগ করেন, এখন আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততায়ই দেশে গুম-খুনের ঘটনা ঘটছে। বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালককে খুঁজে বের করার কোন অগ্রগতি নেই।
শমসের মোবিন চৌধুরী বলেন, বিএনপিকে নির্মূল করতেই সরকার পরিকল্পিতভাবে খুন, গুম ও অপহরণ করছে। দেশে চলছে একদলের শাসন। এ অপশাসন থেকে মুক্তি পেতে সকল ভেদাভেদ ভুলে দেশ, জাতি, স্বাধীনতা ও জনগণের স্বার্থে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।
No comments:
Post a Comment