আমাদের সিলেট ডটকম:
বিয়ানীবাজারের ছোটদেশে গত শনিবার বিকেলে জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আব্দুস শুকুর বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। পুলিশ আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালালেও গ্রেফতার করা সম্ভব হয়নি।
এদিকে মামলার বাদী অভিযোগ করেছেন, চিহ্নিত সন্ত্রাসী আসামীরা থানা থেকে মামলা প্রত্যাহারের জন্য দু’দিন থেকে তাদেরকে বিভিন্নভাবে হূমকি প্রদান অব্যাহত রেখেছেন। জানা যায়,গত শনিবার বিকেলে উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ পিয়ারাটিকর এলাকায় আদালতে বিচারাধীন জায়গায় জোরপূর্বক দেয়াল নির্মাণের কাজ শুরু করেন নুরুল ইসলাম। এতে হারুন আহমদ পক্ষ নির্মাণ কাজ বন্ধের চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে থানা পুলিশ দ্র্বত ঘটনাস্থলে পৌছলে পুলিশের উপস্থিতিতে নুরুলের পক্ষের লোকজনের দেশীয় অস্ত্রের আঘাতে হারুন আহমদ (৬০), শামীম আহমদ (২৫) রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। পুলিশ তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেৱক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে সাথে সাথে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় আব্দুস শুকুর বাদী হয়ে প্রতিবেশি নুরুল ইসলাম, জবলু ও খসরুকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। মামলা নং ০৩, তারিখ ০৩/০৫/২০১৪ ইংরেজি।
বিয়ানীবাজার থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নুরে আলম বলেন,পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
বিয়ানীবাজারে দু’পক্ষের সংঘর্ষে ২ জন আহত ॥ থানায় মামলা
Sunday, May 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment