ফ্রান্সের পারে লূ মনিয়ালে হতে যাচ্ছে বাঙালি জাতির জনকের ভাস্কর্য
আর স্কয়ার ॥ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স : ফ্রান্সের পর্যটন নগরী পারে লূ মনিয়াল সিটিতে হতে যাচ্ছে বঙ্গবন্ধু স্কয়ার। সেই সাথে সেখানে স্থাপন করা হবে পাথরে খোদাই করা মহান নেতার ভাস্কর্য। বিদেশের মাটিতে এই প্রথম বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্কয়ার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পারে লূ মনিয়াল মিউনিসিপ্যালিটি, যা এখন সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজ হাতে এই স্কয়ারের উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে রচিত হবে আরেক ইতিহাসের আরেক অধ্যায়। আর এ নিয়ে ফ্রান্স প্রবাসী বাঙালি কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে।
সরজমিন ঘুরে জানা যায়, ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব ইকোনমির সভাপতি কাজী এনায়েতুল্লাহ ২০১১ সালের প্রথম দিকে পারে লূ মনিয়ালের সিটি মেয়র জনমার্ক নেমকের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাপঞ্জি তুলে ধরে বঙ্গবন্ধুর নামে একটি সড়ক কিংবা স্কয়ারের নামকরণের প্রস্তাব দেন। মেয়র বিষয়টি সাদরে গ্রহণ করে সিটি কাউন্সিলে বিষয়টি উত্থাপন করলে বঙ্গবন্ধু স্কয়ার স্থাপন বিলটি সর্বসম্মতি ক্রমে গৃহিত হয়।
পরবর্তী সময়ে ২০১১ সালের ২০ ডিসেম্বর ফ্রান্স পার্লামেন্টে মেয়র জনমার্ক নেম বঙ্গবন্ধু স্কয়ারের উদ্যোক্তা কাজী এনায়েত উল্লাহকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে বিষয়টি প্রকাশ করেন(স্মারক নং ৩৬০-সিএবিএম)।
ফ্রান্স পার্লামেন্টে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর পর কাজী এনায়েত উল্লাহর সাথে মেয়র জনমার্ক নেমের দফায় দফায় যোগাযোগে কার্যক্রম এগিয়ে যেতে থাকে ।
No comments:
Post a Comment